AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুস্মিতা দেবের হাত ধরে অসমে এবার মাটি তৈরির চেষ্টা তৃণমূলের, শুরু সদস্যপদ সংগ্রহ অভিযান

Assam: গত ১৬ অগস্ট সুস্মিতা দেবের কংগ্রেস ছাড়ার কথা প্রকাশ্যে আসে। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর কাছে তিনি ইস্তফা পত্র জমা দেন। সেদিনই তৃণমূলে যোগদানও।

সুস্মিতা দেবের হাত ধরে অসমে এবার মাটি তৈরির চেষ্টা তৃণমূলের, শুরু সদস্যপদ সংগ্রহ অভিযান
ছবি টুইটার
| Edited By: | Updated on: Aug 30, 2021 | 12:32 AM
Share

অসম: ত্রিপুরার মতো অসমেও সাংগঠনিক শক্তি বাড়াতে তোড়জোর শুরু তৃণমূলের। রবিবার অসমের শিলচরে সদস্য সংগ্রহ অভিযান শুরু করলেন সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সুস্মিতা দেব। বিজেপি শাসিত অসমে তৃণমূলের জমি তৈরিতে বড় ভূমিকা নিতে পারেন সন্তোষমোহন দেবের কন্যা। শিলচরের এক সময় কংগ্রেস সাংসদ ছিলেন সুস্মিতা। তাই নিজের পুরনো কেন্দ্র থেকেই নতুন ইনিংস শুরু করলেন। যদিও জানিয়েছেন, অসমের প্রতিটি জায়গাতেই ঘুরে ঘুরে সদস্যপদ সংগ্রহ অভিযান চালাবেন সুস্মিতা।

গত ১৬ অগস্ট সুস্মিতা দেবের কংগ্রেস ছাড়ার কথা প্রকাশ্যে আসে। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর কাছে তিনি ইস্তফা পত্র জমা দেন। তিনি জানান, “তিন দশক ধরে অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক শেষ করছি। এতদিন ধরে আমার পাশে থাকার জন্য সকল সতীর্থ, নেতা-মন্ত্রীদের অনেক ধন্যবাদ। এই তিন দশকের স্মৃতি আমি চিরকাল আমি মনে রাখব।” জনসেবার কাজেই তিনি জড়িত থাকবেন, এই কথা জানিয়ে ব্যক্তিগতভাবে তিনি সনিয়া গান্ধীকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, “অনবরত পথ প্রদর্শন ও সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ।”

এদিকে ১৬ অগস্টই দুপুরে কলকাতায় এসে পৌঁছন এক সময় রাহুল গান্ধী-ঘনিষ্ঠ নেত্রী তথা প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েনের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন। এরপরই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। ফেসবুকে সেই পোস্টও করেন। এরপরই বরাক উপত্যকায় কংগ্রেসে ভাঙন শুরু হয়। একেবারে গণ ইস্তফা। অনেকেই তৃণমূলের হয়ে কাজ করাও শুরু করে দেন বলে খবর ছড়ায়।

আগেই সুস্মিতা দেব বলেছিলেন, ‘আমি নিঃশর্তে তৃণমূলে যোগ দিয়েছি। তৃণমূলে যোগ দিয়ে আমি আমার কোনও আদর্শের সঙ্গে সমঝোতা করেছি বলে মনে করি না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দেবেন, সেই দায়িত্ব আমি মাথা পেতে নেব।’ অসমে আপাতত তৃণমূলের মাটি শক্ত করাই যে তাঁর প্রথম কাজ, সে কথা আপাতত স্পষ্ট। আরও পড়ুন: নিউমোনিয়ার সঙ্গে লড়াই করতে বিনামূল্যে টিকা দেবে রাজ্য, করোনাকালে রক্ষাকবচ