AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vande Bharat Train: দেশ জুড়ে চলবে ৪৫০০ বন্দে ভারত, লক্ষ্যমাত্রা মোদী সরকারের

Vande Bharat Train: আগামী বছরেই খুলে যাচ্ছে নয়ডার আন্তর্জাতিক বিমানবন্দর। শীঘ্রই প্রস্তুত হয়ে যাবে অযোধ্যার বিমানবন্দরও। একই সঙ্গে সিন্ধিয়া নিশ্চিত করেছেন, ট্রেনে থেকে নির্গত কার্বনের পরিমান যাতে শূন্য হয়, সেই ব্যবস্থা করা হবে।

Vande Bharat Train: দেশ জুড়ে চলবে ৪৫০০ বন্দে ভারত, লক্ষ্যমাত্রা মোদী সরকারের
বন্দে ভারত
| Edited By: | Updated on: Dec 08, 2023 | 12:55 PM
Share

নয়া দিল্লি : বন্দে ভারত ট্রেনের প্রতি আগ্রহ ক্রমশ বাড়ছে। অত্যন্ত দ্রুতগতিতে গন্তব্যে পৌঁছে দেয় এই ট্রেন। ক্রমশ সে ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে রেল। আগামিদিনে সেই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, আগামী ২০৪৭ সালের মধ্যে ৪৫০০ বন্দে ভারত ট্রেন চালানোর লক্ষ্যমাত্রা স্থির করেছে মোদী সরকার। এছাড়া ২০২৬-২৭ এর মধ্যে ভারতে চলবে প্রথম বুলেট ট্রেন। ২০২৪ সালের মধ্যে নাভি মুম্বইতে দ্বিতীয় বিমানবন্দরও তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন মন্ত্রী।

এদিকে, আগামী বছরেই খুলে যাচ্ছে নয়ডার আন্তর্জাতিক বিমানবন্দর। শীঘ্রই প্রস্তুত হয়ে যাবে অযোধ্যার বিমানবন্দরও। একই সঙ্গে সিন্ধিয়া নিশ্চিত করেছেন, ট্রেনে থেকে নির্গত কার্বনের পরিমান যাতে শূন্য হয়, সেই ব্যবস্থা করা হবে।

সিন্ধিয়ার কথায়, ২০১৪ সালের আগে পর্যন্ত সঠিক নেতৃত্বের অভাব ছিল দেশে। ছিল না সঠিক দিশা। বর্তমানে পরিস্থিতি বদলেছে। ভারতের রেল ব্যবস্থার উন্নতির কথা উল্লেখ করেছেন তিনি। মনে করিয়ে দিয়েছে, জম্মু ও কাশ্মীরে তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে উঁচু রেল সেতু। এতদিন ধরে অবহেলায় পড়ে থাকা, উত্তর-পূর্ব ভারত ও কাশ্মীরের উন্নতির দিকে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নজর দিয়েছেন, সে কথাও উল্লেখ করেছেন মন্ত্রী।

কেন্দ্রীয় সরকার যেভাবে বিমান পরিবহনের দিকে নজর দিয়েছেন, সে কথাও উল্লেখ করেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি জানিয়েছেন, আরও বেশি এয়ারক্রাফট কেনার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। বিমানের ভাড়া নিয়ন্ত্রণ করতে ও পরিষেবা বাড়াতে আরও কিছু কৌশল নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।