নয়াদিল্লি: লক্ষ্য যুব সমাজের কর্মসংস্থান। সেজন্য বিভিন্ন সংস্থায় তাঁদের ইন্টার্নশিপের ব্যবস্থার উদ্যোগ কেন্দ্রের। এর জন্য প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প শুরু করছে নরেন্দ্র মোদী সরকার। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য শনিবার পোর্টাল চালু করেছে কেন্দ্র। আর পোর্টাল চালুর একদিনের মধ্যেই তাতে দেড় লক্ষের বেশি আবেদনকারী নাম নথিভুক্ত করলেন।
যুব সমাজের কর্মসংস্থানের লক্ষ্যে চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের ৭৩৭টি জেলায় ২৪টি সেক্টরে এই ইন্টার্নশিপ করা যাবে। একাধিক বড় বড় সংস্থা-সহ মোট ১৯৩টি কোম্পানিতে হবে এই ইন্টার্নশিপ। নাম নথিভুক্তর জন্য শনিবার একটি পোর্টাল চালু করেছে কেন্দ্র। www.pminternship.mca.gov.in -এই পোর্টালে গিয়ে ২১ থেকে ২৪ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। সূত্রে জানা গিয়েছে, পোর্টাল চালুর ২৪ ঘণ্টার মধ্যে ১ লক্ষ ৫৫ হাজার ১০৯ জন নাম নথিভুক্ত করেছেন।
আগামী ২ ডিসেম্বর ইন্টার্নশিপ শুরু হবে। এক বছরের ইন্টার্নশিপ। ইন্টার্নদের মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। এর মধ্যে ৫০০ টাকা দেবে কোম্পানি। এবং ৪৫০০ টাকা দেবে কেন্দ্র। এছাড়া এককালীন ৬০০০ টাকা পাবেন ইন্টার্নরা। জুবিল্যান্ট ফুডওয়ার্কস, মারুতি সুজুকি ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ পাওয়া যাবে।
কেন্দ্রের বক্তব্য, এই ইন্টার্নশিপের মাধ্যমে কাজের অভিজ্ঞতা সঞ্চয় করবে যুব সমাজ। আবার কোম্পানিগুলির দক্ষ কর্মী খোঁজার কাজ সহজ হবে। ফলে যুব সমাজ ও কোম্পানিগুলির মধ্যে সেতুর কাজ করবে এই প্রকল্প।