জেলবন্দি সাংবাদিককে অবিলম্বে এইমসে চিকিৎসা করানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Apr 28, 2021 | 4:21 PM

শয্যার সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে তাঁকে। এমন অভিযোগ নিয়ে শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হন সাংবাদিকের স্ত্রী

জেলবন্দি সাংবাদিককে অবিলম্বে এইমসে চিকিৎসা করানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
সাংবাদিক সিদ্দিক কাপ্পান

Follow Us

নয়া দিল্লি: অবিলম্বে এইমস (AIIMS) বা দিল্লির কোনও সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো উচিৎ সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে (Siddique Kappan)। বুধবার এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সুস্থ হলে ফের তাঁকে আনা হবে মথুরা জেলে। জেলের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন সিদ্দিক কাপ্পান। তাঁর চিকিৎসা ঠিক মতো হচ্ছে না বলে আদালতের দ্বারস্থ হন তাঁর স্ত্রী। এরপরই এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

উত্তরপ্রদেশ সরকারকে এ দিন এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জেলের শৌচাগারে পড়ে গিয়ে সাংবাদিক কাপ্পান আঘাত পেয়েছিলেন। পরে ডায়াবেটিস ও হার্টের সমস্যায় আক্রান্ত থাকা সাংবাদিক কাপ্পানের করোনা সংক্রমণও ধরা পড়ে। সেই অবস্থায় স্বামীকে হাসপাতালের শয্যার সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন সাংবাদিক সিদ্দিক কাপ্পানের স্ত্রী রিহান্থ কাপ্পান। হাথরসকাণ্ড নিয়ে খবর করতে গিয়ে উত্তরপ্রদেশে গ্রেফতার হন এই সাংবাদিক।

স্বামীকে শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে, বাথরুমেও যেতে দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ আনেন তাঁর স্ত্রী। এই অভিযোগ নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হন রিহান্ত। আদালতে একই আবেদন করে কেরালা ইউনিয়ন ফর ওয়ার্কিং জার্নালিস্ট। সেই মামলারই শুনানি ছিল বুধবার। সেই শুনানিতেই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ প্রশাসনকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির এন ভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে কাপ্পানকে ফের মথুরা জেলে পাঠান হবে।

আরও পড়ুন: গণনা কেন্দ্রে প্রার্থী ঢোকায় কড়া নিয়ম, লাগবে কোভিড নেগেটিভ সার্টিফিকেট

এর আগে উত্তরপ্রদেশ সরকার আদালতে শুনানিতে জানিয়েছিল, উত্তরপ্রদেশ থেকে অসুস্থ কাপ্পানকে সরানো যাবে না। যদি অন্য বন্দিদের ওই রাজ্যেই চিকিৎসা করা যায় তাহলে কাপ্পানের ক্ষেত্রেও সেটাই হওয়া উচিৎ বলে মন্তব্য করেছিল উত্তরপ্রদেশ সরকার। আগেই এই ইস্যুতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হস্তক্ষেপ দাবি করেছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

Next Article