AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Online Money Gaming: পাততাড়ি গোটাচ্ছে MPL, Zupee, যারা বিনিয়োগ করেছিলেন, তাদের টাকা কী হবে?

Online Gaming Bill: সংসদের দুই কক্ষেই বিল পাস হওয়ায়, এবার শুধু রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষা। তারপরই আইনে পরিণত হবে এই বিল। ইতিমধ্যেই পাততাড়ি গোটাতে শুরু করছে অনলাইন গেমিং অ্যাপগুলি।

Online Money Gaming: পাততাড়ি গোটাচ্ছে MPL, Zupee, যারা বিনিয়োগ করেছিলেন, তাদের টাকা কী হবে?
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Aug 22, 2025 | 10:47 AM
Share

নয়া দিল্লি: অনলাইনে টাকা লাগিয়ে গেম খেলার অভ্যাস? গেমে টাকা লাগিয়ে আরও অনেক টাকা আয়ের স্বপ্ন দেখেন? তবে এই স্বপ্ন আর পূরণ হবে না। এবার পুরোপুরি নিষিদ্ধ হতে চলেছে অনলাইন মানি গেমিং অ্যাপগুলি। লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে  ‘দ্য প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল, ২০২৫’

কেন্দ্রের আনা নয়া বিলে যে সমস্ত অ্যাপে টাকা বিনিয়োগ করে গেম খেলতে হয়, তার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র গেমের উপরেই নিষেধাজ্ঞা নয়, গেমের প্রচার করলেও কড়া শাস্তির মুখে পড়তে হবে। তিন বছরের জেল এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

সংসদের দুই কক্ষেই বিল পাস হওয়ায়, এবার শুধু রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষা। তারপরই আইনে পরিণত হবে এই বিল। ইতিমধ্যেই পাততাড়ি গোটাতে শুরু করছে অনলাইন গেমিং অ্যাপগুলি। মোবাইল প্রিমিয়াম লিগ (MPL) দেশের সবথেকে বড় গেমিং প্ল্যাটফর্ম। টাকা সংক্রান্ত সমস্ত গেমিং পরিষেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে। তারা লিঙ্কডইন পোস্টে জানিয়েছে, আইন মেনেই চলবে তারা।

এমপিএল জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে নতুন ডিপোজিট আর নেওয়া হবে না। যাদের এমপিএল অ্যাকাউন্টে টাকা রাখা ছিল, তারা সেই টাকা তুলে নিতে পারবেন। এমপিএল প্ল্যাটফর্ম থাকলেও, এতে অনলাইনে টাকা বিনিয়োগ করে যে গেমগুলি খেলা হত, তা আর পাওয়া যাবে না।  এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা জুড়ে ১২০ মিলিয়নেরও বেশি রেজিস্টার্ড ইউজার রয়েছে।

এমপিএলের মতো জ়ুপি (Zupee)-ও তাদের সমস্ত পেইড গেম বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে। এই প্ল্যাটফর্মে এখন লুডো সুপ্রিম, লুডো টার্বো, স্নেকস অ্যান্ড ল্যাডার, ট্রাম্প কার্ড ম্যানিয়ার মতো গেমগুলি নিখরচায় খেলা যাবে। জ়ুপি-তেও ১৫০ মিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ফ্যান্টাসি স্পোর্টস গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ১১-ও তাদের পরিষেবা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। এর বদলে মালিকানা সংস্থা ড্রিম স্পোর্টস ফ্যানকোড, স্পোর্টস ড্রিপ, ক্রিকবাজ়, উইলো টিভিতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে।

কেন্দ্রের এই সিদ্ধান্তে শুধুমাত্র গেমিং প্ল্যাটফর্মগুলি যে বিপুল আর্থিক লোকসানের মুখে পড়বে, তাই নয়, হাজার হাজার মানুষ চাকরিও খোয়াবে।