Mumbai Crime: ‘যৌনতা করো নাহলে কাজ হারাবে’, মেক্সিকান ডিজে-কে বার বার ধর্ষণের অভিযোগ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩১ বছরের নির্যাতিতা মেক্সিকান মহিলা ডিস্ক জকি (ডিজে) হিসাবে কাজ করেন। মুম্বইয়েই থাকেন তিনি। ৩৫ বছরের অভিযুক্ত ব্যক্তি ওই মহিলার ম্যানেজার ছিলেন। ২০১৯ সাল থেকে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সপ্তাহে মুম্বইয়ের বান্দ্রা থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

মুম্বই: মেক্সিকোর এক মহিলাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বিদেশি মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। শনিবার এই ঘটনার কথা জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩১ বছরের নির্যাতিতা মেক্সিকান মহিলা ডিস্ক জকি (ডিজে) হিসাবে কাজ করেন। মুম্বইয়েই থাকেন তিনি। ৩৫ বছরের অভিযুক্ত ব্যক্তি ওই মহিলার ম্যানেজার ছিলেন। ২০১৯ সাল থেকে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সপ্তাহে মুম্বইয়ের বান্দ্রা থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তার পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
এই ঘটনার বিষয়ে এক পুলিশ অফিসার বলেছেন, “পুলিশে দায়ের করা অভিযোগে মহিলা জানিয়েছেন, অভিযুক্তের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর আলাপ হয়েছিল ২০১৭ সালে। ২০১৯ সালের জুলাই মাসে অভিযুক্ত মেক্সিকান মহিলাকে প্রথমবার ধর্ষণ করেন।” পুলিশ অফিসার আরও বলেছেন, “মহিলা জানিয়েছেন, অভিযুক্ত তাঁকে কাজ কেড়ে নেওয়ার হুমকি দিতেন। তাঁর সঙ্গে যৌনতা না করলে অ্যাসাইনমেন্ট অন্য কাউকে পাইয়ে দেওয়ার ভয় দেখাতেন। এমনকি ঘনিষ্ঠ মুহুর্তের ছবি-ভিডিয়ো দেখিয়েও অভিযুক্ত ব্ল্যাকমেল করতেন।” নির্যাতিতা পুলিশকে আরও জানিয়েছেন, অভিযুক্ত ২০২০ সালে বিয়ে করেছেন। কিন্তু তার পরও একাধিক বার যৌনতার জন্য তাঁকে চাপ দিয়েছেন। এমনকি নির্যাতিতার ফোনে প্রায়শই অন্তরঙ্গ মুহূর্তের ছবি পাঠাতেন বলে অভিযোগ।
মেক্সিকান মহিলার অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৭৭, ৩৫৪ এবং ৫০৬ নম্বর ধারায় মামলা দায়ের করেছে। অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
