Ganesh Puja 2024: ৬৬ কেজি সোনার গয়না, ৩২৫ কেজি রুপো; গণপতি বাপ্পা ‘ধনকুবের’

Sep 07, 2024 | 9:26 PM

Ganesh Puja 2024: মুম্বইয়ের সবথেকে ধনী পুজো কিংস সার্কেলের পুজো। ৬৬ কেজির উপরে সোনার গয়নায় সাজানো হয় এই গণেশকে। শুধু সোনা নয়, সাজানো হয় রুপোর গয়না দিয়েও। ৩২৫ কেজির উপরে রুপোর গয়নার পাশাপাশি অন্যান্য মণিমানিক্যেও সাজানো হয় গণপতিকে।

Ganesh Puja 2024: ৬৬ কেজি সোনার গয়না, ৩২৫ কেজি রুপো; গণপতি বাপ্পা ধনকুবের
এই সেই বিখ্যাত গণপতি বাপ্পা।

Follow Us

মুম্বই: মহারাষ্ট্রের গণেশ পুজোর জনপ্রিয়তা সারা দেশে। শুধু দেশ নয়, দেশের গণ্ডী ছাড়িয়ে বিদেশেও তাক লাগায় এই পুজো। মুম্বইয়ের জিএসবি সেবা মণ্ডলের পুজো অন্যতম। এখানকার ‘ধনকুবের’ গণেশ জগৎবিখ্যাত। যেমন বিশাল গণেশ মূর্তি, তেমনই ভারী সোনা, রুপোর গয়নায় সেজে ওঠে গণপতি বাপ্পা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

মুম্বইয়ের অন্যতম ধনী পুজো কিংস সার্কেলের পুজো। ৬৬ কেজির উপরে সোনার গয়নায় সাজানো হয় এই গণেশকে। শুধু সোনা নয়, সাজানো হয় রুপোর গয়না দিয়েও। ৩২৫ কেজির উপরে রুপোর গয়নার পাশাপাশি অন্যান্য মণিমানিক্যেও সাজানো হয় গণপতিকে।

৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর, মোট পাঁচদিনের উৎসব। তার জন্য ৪০০.৫৮ কোটি টাকার বিমা করা হয়েছে। পুজোর দু’দিন আগে থেকেই এই পুজোর উদ্বোধন হয়ে যায়। মন্ত্রোচ্চারণ, গান, ঢোল, তাসায় বরণ করা হয় গণেশকে।

Next Article