নয়া দিল্লি: দেশের সেনাবাহিনীর প্রতি কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ, সে কথাই আরও একবার মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স সার্ভিসমেন বা প্রাক্তন সেনাবাহিনীর সদস্যদের জন্য যে ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন’ চালু করা হয়েছে, সে কথাও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন’ এমন দিনেই চালু হয়েছিল বলে বৃহস্পতিবার এক্স মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি। নরেন্দ্র মোদী লিখেছেন, ‘যাঁরা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন। দীর্ঘদিনের দাবি মেনে এই পদক্ষেপ করা হয়।’
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন, এই ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন স্কিমের জন্য লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন।
ভারতীয় সেনা একটি ভিডিয়ো পোস্ট করেছে তিনি। উল্লেখ করা হয়েছে কেন্দ্রের এই উদ্যোগে উপকৃত হচ্ছেন ২৫ লক্ষ অবসরপ্রাপ্ত। এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে সেনার তরফে।
২০১৪ সালে এই ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন’ চালু হয়। সেই স্কিম অনুসারে, একজন সেনা জওয়ান, যখন অবসর নিন না কেন, র্যাঙ্ক যাই হোক না কেন, একই পেনশন পান। এর আগে অবসরের তারিখ অনুযায়ী, ভিন্ন ভিন্ন পেনশন হত।
আগের নিয়ম অনুসারে যে লেফট্যানেন্ট ১৯৯৫ সালে অবসর নিয়েছেন তাঁর পেনশন ২০০৬ সালে অবসর নেওয়া কর্নেলের পেনশনের থেকে কম ছিল।
It would make you all happy that over the decade, lakhs of pensioners and pensioner families have benefitted from this landmark initiative. Beyond the numbers, OROP represents the government’s commitment to the well-being of our armed forces.
We will always do everything…
— Narendra Modi (@narendramodi) November 7, 2024