Narendra Modi: পুরনো বন্ধুত্ব এবার আরও মজবুত, ইথিওপিয়া সফরে মুহূর্ত ভাগ করে নিলেন মোদী
Narendra Modi: বিশ্বের প্রথম কোনও রাষ্ট্রনেতা হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান 'দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া' প্রদান করা হয়েছেন নরেন্দ্র মোদীকে। এছাড়া মোদীর এই সফ বাণিজ্যিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ। একাধিক ক্ষেত্রে চুক্তি হয়েছে দুই দেশের।

নয়া দিল্লি: দীর্ঘদিনের সম্পর্ক নতুন মাত্রা পেল নরেন্দ্র মোদীর ইথিওপিয়া সফরে। সম্প্রতি ইথিওপিয়া সফর শেষ করেছেন প্রধানমন্ত্রী মোদী। আর সেই সফর কূটনৈতির সম্পর্কের নতুন দিক খুলে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সফরের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিয় আহমেদ আলির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী ইথিওপিয়া সফরে গিয়েছিলেন তিনি।
বুধবার এক্স মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “এই বিশেষ সফরে ইথিওপিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব আরও পোক্ত হবে।” সেই দেশে কীভাবে অভ্যর্থনা জানানো হল মোদীকে, কাদের সঙ্গে বৈঠক করলেন তিনি, সেই সব ছবিই তুলে ধরা হয়েছে।
বিশ্বের প্রথম কোনও রাষ্ট্রনেতা হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’ প্রদান করা হয়েছেন নরেন্দ্র মোদীকে। এছাড়া মোদীর এই সফ বাণিজ্যিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ। একাধিক ক্ষেত্রে চুক্তি হয়েছে দুই দেশের।
ইথিওপিয়ার পার্লামেন্টে গিয়ে বক্তব্যও রেখেছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে ভারত ও আফ্রিকার পার্টনারশিপের কথা উল্লেখ করেছেন। উল্লেখ্য, আফ্রিকার দেশ ইথিওপিয়ার সঙ্গে ভারতের প্রায় ২০০০ বছরের সম্পর্ক। অতীত ইতিহাসে দুই দেশের সম্পর্কের কথা জানা যায়। একসময় ভারত থেকে সিল্ক, মশলা রফতানি করা হত আর ইথিওপিয়া থেকে আসত সোনা। ১৮৬৮-তে ইথিওপিয়ায় গিয়ে পণবন্দিদের উদ্ধার করেছিল প্রায় ১৩,০০০ ভারতীয় সেনা।
A special visit to Ethiopia, which will boost India’s friendship with this wonderful nation. Watch the highlights…@AbiyAhmedAli pic.twitter.com/L0dbnBlpfF
— Narendra Modi (@narendramodi) December 17, 2025
