‘আগে শুধু ঘোষণাই হত বাজেটে, এখন হয় বাস্তবায়ন’, CII-এর অধিবেশনে বললেন মোদী

Jul 30, 2024 | 2:58 PM

Narendra Modi: প্রধানমন্ত্রী বাজেট সম্পর্কে বলতে গিয়ে আরও জানিয়েছেন, সরকার রেলের বাজেট আট গুণ বাড়িয়েছে, কৃষি খাতে বাজেট ৪ গুণ বাড়িয়েছে, কৃষকদের দিকে নজর রাখছে। প্রধানমন্ত্রীর কথায়, বিপর্যয় না ঘটলে, ভারত আরও এগিয়ে যেত। প্রধানমন্ত্রী মোদী বলেন, "গত কয়েক বছরে সারা বিশ্বে একাধিক বিপর্যয় ঘটছে। এর মধ্যে আমরা প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি ও সমাধান করেছি।

আগে শুধু ঘোষণাই হত বাজেটে, এখন হয় বাস্তবায়ন, CII-এর অধিবেশনে বললেন মোদী
বিজ্ঞান ভবনে মোদী
Image Credit source: TV9 Network

Follow Us

নয়া দিল্লি: উন্নত ভারতের সংকল্প নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশ। সিআইআই (CII)-এর বাজেট পরবর্তী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বব্যাপী বৃদ্ধিতে ভারতের শেয়ার প্রায় ১৬ শতাংশে পৌঁছে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার ওই অধিবেশনের শুরুতে তিনি আরও বলেন, “গত ১০ বছরে আমাদের সরকার দেশের প্রতিটি খাতের অর্থনীতির বৃদ্ধির দিকে বিশেষ নজর দিয়েছে। আজ বিশ্ব ভারতের শক্তিকে স্বীকৃতি দিতে শুরু করেছে।”

দিল্লির বিজ্ঞান ভবনে এদিন অনুষ্ঠিত হয় ওই অধিবেশন। প্রধানমন্ত্রী মোদী সেখানে উল্লেখ করেন, সব সঙ্কট এবং চ্যালেঞ্জের মধ্যেও বিশ্বের অন্যান্য দেশগুলির মধ্যে ভারত অন্যতম উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। তিনি বলেন, প্রযুক্তিই বর্তমান, আর প্রযুক্তিই ভবিষ্যৎ। আমাদের সরকার এই বিষয়ে গুরুত্ব দিয়েই কাজ করছে। লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ এই প্রযুক্তির সঙ্গে যুক্ত উল্লেখ করেছেন মোদী।

প্রধানমন্ত্রী বলেন, “২০১৪ সালের আগে বাজেটে শুধু ঘোষণাই করা হতো। কাজ হত না। আগের সরকার, প্রকল্পগুলি বাস্তবায়নের উপর কোনও জোর দিত না। কিন্তু আজ প্রতিটি ক্ষেত্রেই দ্রুত পরিবর্তন ঘটছে। পরিকাঠামোর উন্নতি হচ্ছে। গত ১০ বছরে দেশটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এভাবে অগ্রসর হলে ভারত শীঘ্রই উন্নততর দেশ হিসেবে মাথা তুলবে।”

প্রধানমন্ত্রী বাজেট সম্পর্কে বলতে গিয়ে আরও জানিয়েছেন, সরকার রেলের বাজেট আট গুণ বাড়িয়েছে, কৃষি খাতে বাজেট ৪ গুণ বাড়িয়েছে, কৃষকদের দিকে নজর রাখছে। প্রধানমন্ত্রীর কথায়, বিপর্যয় না ঘটলে, ভারত আরও এগিয়ে যেত। প্রধানমন্ত্রী মোদী বলেন, “গত কয়েক বছরে সারা বিশ্বে একাধিক বিপর্যয় ঘটছে। এর মধ্যে আমরা প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি ও সমাধান করেছি। মহামারী থেকে শুরু করে যুদ্ধের প্রভাব ভোগ করতে হয়েছে আমাদের। এই চ্যালেঞ্জগুলি যদি না আসত, তবে ভারত আজ যেখানে আছে তার থেকে অনেক বেশি এগিয়ে যেত।”

জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যের দিকেই যে গুরুত্ব দেওয়া হচ্ছে, সে কথা উল্লেখ করেন মোদী। তিনি জানান, গত ১০ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছে।

Next Article