Modi with Gamers: ভারতীয় গেমারদের সঙ্গে আলোচনায় মোদী, ‘ভিআর বক্স’ পরে গেমও খেললেন প্রধানমন্ত্রী

Apr 11, 2024 | 3:27 PM

Modi with Gamers: গেমিং ইন্ডাস্ট্রি কীভাবে এগোচ্ছে, সে বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, গেমাররাও উল্লেখ করেন, ভারতীয় পুরাণের কাহিনির ওপর ভিত্তি করে তৈরি হওয়া গেম কীভাবে জনপ্রিয়তা পাচ্ছে। কেন্দ্রীয় সরকার কীভাবে গেমারদের পরিচিতি দিচ্ছে, সে কথাও উল্লেখ করেছেন তাঁরা।

Modi with Gamers: ভারতীয় গেমারদের সঙ্গে আলোচনায় মোদী, ভিআর বক্স পরে গেমও খেললেন প্রধানমন্ত্রী
গেমারদের সঙ্গে কথা বললেন মোদী
Image Credit source: TV9 Network

Follow Us

নয়া দিল্লি: ভারতীয় ‘গেমার’দের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে মোবাইল গেমের জনপ্রিয়তা যেমন বেশি, তেমনই গেম তৈরিও করছেন বহু ভারতীয়। গেমের দুনিয়ায় যাঁরা প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন, তেমন কয়েকজনের সঙ্গেই দেখা করলেন প্রধানমন্ত্রী। বেশ কিছু গেম খেললেন তাঁদের সঙ্গে বসেই। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে আপ্লুত ওই গেমাররা।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন অনিমেষ আগরওয়াল, নামন মাথুর,মিথিলেশ পতঙ্কর, পায়েল ধার, তীর্থ মেহতা, গণেশ গঙ্গাধর ও অংশু বিস্ত। তাঁরা সাক্ষাতের পর বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা কথা বলে মনেই হয়নি যে ওঁর সঙ্গে আমাদের বয়সের এতটা তফাৎ।’

গেমিং ইন্ডাস্ট্রি কীভাবে এগোচ্ছে, সে বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, গেমাররাও উল্লেখ করেন, ভারতীয় পুরাণের কাহিনির ওপর ভিত্তি করে তৈরি হওয়া গেম কীভাবে জনপ্রিয়তা পাচ্ছে। কেন্দ্রীয় সরকার কীভাবে গেমারদের পরিচিতি দিচ্ছে, সে কথাও উল্লেখ করেছেন তাঁরা। পাশাপাশি, এই ক্ষেত্রে মহিলারা কতটা এগিয়ে আসছেন, তাঁদের জন্য কতটা সম্ভাবনা আছে, সে কথা জানতে চেয়েছেন মোদী।

কথাবার্তার পর গেমারদের সঙ্গে বসে বিভিন্ন গেম খেলেন তিনি। কখনও ভিআর বক্স পরে, কখনও হাতে মোবাইল নিয়ে খেলতে দেখা যায় তাঁকে।

Next Article