AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন NDA-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী, মোদী বললেন…

PM Modi: গতকাল নাড্ডা উপরাষ্ট্রপতি পদে তাঁর নাম ঘোষণার পর এদিন নয়াদিল্লি পৌঁছন মহারাষ্ট্রের রাজ্যপাল রাধাকৃষ্ণণ। মঙ্গলবার NDA-র সংসদীয় দল বৈঠকে বসছে। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। বুধবার (২০ অগস্ট) উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার কথা রাধাকৃষ্ণণের।

PM Modi: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন NDA-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী, মোদী বললেন...
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সোমবার দেখা করেন NDA-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণণImage Credit: X handle
| Updated on: Aug 18, 2025 | 8:58 PM
Share

নয়াদিল্লি: রবিবার সন্ধেয় উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ২৪ ঘণ্টার মধ্যে এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী তথা মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। নয়াদিল্লিতে এনডিএ-র একাধিক বৈঠকে অংশ নিতে পারেন রাধাকৃষ্ণণ। একাধিক নেতার সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন।

এদিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক্স হ্যান্ডলে একাধিক ছবি পোস্ট করেছেন রাধাকৃষ্ণণ। আবার এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, “সিপি রাধাকৃষ্ণণজি সঙ্গে সাক্ষাৎ হল। এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। তাঁর দীর্ঘ বছরের জনসেবা ও বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞতা আমাদের দেশকে সমৃদ্ধ করবে। তিনি সর্বদা যে দৃঢ়তা ও নিষ্ঠার সঙ্গে জাতির সেবা করে চলেছেন, সেই দৃঢ়তা ও নিষ্ঠার সঙ্গে জাতির সেবা করে যান।

গতকাল নাড্ডা উপরাষ্ট্রপতি পদে তাঁর নাম ঘোষণার পর এদিন নয়াদিল্লি পৌঁছন মহারাষ্ট্রের রাজ্যপাল রাধাকৃষ্ণণ। মঙ্গলবার NDA-র সংসদীয় দল বৈঠকে বসছে। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। বুধবার (২০ অগস্ট) উপরাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার কথা রাধাকৃষ্ণণের।

রাজনীতির কারবারিরা বলছেন, অঙ্কের বিচারে উপরাষ্ট্রপতি নির্বাচনে রাধাকৃষ্ণণের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। লোকসভা ও রাজ্যসভার সাংসদরা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। সংসদের এই দুই কক্ষ মিলিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য পর্যাপ্ত সংখ্যা রয়েছে এনডিএ-র কাছে। তবে নাড্ডা জানিয়েছেন, যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাধাকৃষ্ণণ উপরাষ্ট্রপতি নির্বাচিত হন, তার জন্য বিরোধীদের সঙ্গে কথা বলবেন তাঁরা। এখন দেখার, বিরোধীরা উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেয় কি না।