
‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব‘। বাঙালির রক্ত ফুটে উঠেছিল এই ডাকে। শুধু বাঙালিরই নয়, নেতাজি সুভাষ চন্দ্র বসু (Netaji Subhash Bose) ছিলেন গোটা দেশের গর্ব। মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হলেও, দেশের স্বাধীনতা অর্জনে নেতাজির ভূমিকা বা অবদান কতটা, তা বলার অপেক্ষা রাখে না। সুভাষ চন্দ্র বসুর জন্ম, বেড়ে ওঠা, স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠার কাহিনি কম-বেশি সকলের জানা। তবে যে বিষয়টি ঘিরে আজও রহস্য রয়ে গিয়েছে, তা হল নেতাজির অন্তর্ধান। সত্যিই কি নেতাজি তাইপেইয়ের বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন নাকি তিনি গুমনামী বাবা হিসাবে ফিরে এসেছিলেন, নেতাজির জন্মদিনে ফিরে দেখা যাক সেই তত্ত্বগুলিই। ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন সুভাষ চন্দ্র বসু। স্কুলশিক্ষা কটকেই, এরপর তিনি কলকাতার প্রেসিডেন্সি ও স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। ইংল্যান্ডের কেমব্রিজে যান সিভিল সার্ভিসের পড়াশোনা করতে। ১৯২০ সালে সিভিল সার্ভিস...