New Parliament Building: মোদী সরকারের ৯ বছরের বর্ষপূর্তিতে উদ্বোধন হবে নতুন সংসদ ভবন
New Parliament Building: ৯৭০ কোটি টাকা ব্যয়ে বিরাট এলাকা নিয়ে নির্মিত চারতল বিশিষ্ট এই সংসদ ভবনে কেবল সাংসদদের ঘর রয়েছে ১,২২৪টি। এছাড়া খাবার খাওয়ার জায়গা, লাইব্রেরি, গাড়ি পার্কিংয়ের জায়গা সহ কি নেই!
নয়া দিল্লি: আজ, ১৬ মে। নয় বছর আগে এই দিনেই লোকসভা ভোটের ফল প্রকাশিত হয়েছিল এবং নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত হয়েছিল। তাই এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Mosi) স্বপ্নের প্রকল্প, নতুন সংসদ ভবন (New Parliament Building) উদ্বোধনের কথা ঘোষণা করা হল। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন ২০১৪ সালের ২৬ মে। তাই তাঁর প্রধানমন্ত্রিত্বের নয় বছরের বর্ষপূর্তি উপলক্ষ্যে চলতি মাসেই নতুন সংসদ ভবনের উদ্বোধন হবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহে নতুন সংসদ ভবনের উদ্বোধন হবে বলে সূত্রের খবর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম স্বপ্নের প্রকল্প হল, নতুন সংসদ ভবন। ৯৭০ কোটি টাকা ব্যয়ে বিরাট এলাকা নিয়ে নির্মিত চারতল বিশিষ্ট এই সংসদ ভবনে কেবল সাংসদদের ঘর রয়েছে ১,২২৪টি। এছাড়া খাবার খাওয়ার জায়গা, লাইব্রেরি, গাড়ি পার্কিংয়ের জায়গা সহ কি নেই! সংসদ ভবনে ঢোকার জন্য তিনটি আলাদা দরজা রয়েছে- জ্ঞান দ্বার, শক্তি দ্বার এবং কর্ম দ্বার। সাংসদ, ভিআইপি এবং পরিদর্শক, আধিকারিকেরা তিনটি পৃথক দ্বার দিয়ে সংসদ ভবনে প্রবেশ করবেন। এছাড়া এই সংসদ ভবনের দুটি কক্ষের কর্মীদের জন্য বিশেষ পোশাক-বিধি করা হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (NIFT)-র দ্বারা বিশেষ ইউনিফর্ম দেওয়া হবে সংসদ ভবনের কর্মীদের। সংসদ ভবনের শেষ পর্যায়ের কাজ প্রায় সম্পূর্ণ। চলতি মাসের শেষ সপ্তাহেই এটির দ্বার খুলে দেওয়া যাবে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, ২০২০ সালে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত, ব্রিটিশ আমলে নির্মিত পুরোনো সংসদ ভবনটি জরাজীর্ণ হয়ে গিয়েছে। সেটি সংস্কার করা জরুরি। এছাড়া এই সংসদ ভবনে স্থানাভাবও রয়েছে। তাই অতিরিক্ত কক্ষ, লাইব্রেরি সহ অত্যাধুনিক নকশা সম্বলিত নতুন সংসদ ভবন তৈরির পরিকল্পনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের ৯ বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে চলতি মাসে বিশেষ কর্মসূচিরও আয়োজন করেছে বিজপি। দেশের সমস্ত লোকসভা কেন্দ্রগুলির মধ্যে বিশেষ জনসংযোগ প্রচারের আয়োজন করেছে। আগামী ৩০ মে ও ৩১ মে, পরপর দু-দিন নরেন্দ্র মোদী দুটি বড় ব়্যালি করবেন বলে বিজেপি সূত্রে খবর। এছাড়া ৩৯৬টি লোকসভা আসনে বিজেপির তরফে জনসভাও করা হবে।