New Parliament Opening Ceremony: ‘ভারতের দারিদ্রতা দূর করবে এই সংসদ’, বললেন প্রধানমন্ত্রী

| Edited By: | Updated on: Feb 28, 2024 | 5:13 PM

New Parliament Live Updates: এ দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন "নতুন সংসদ ভবন আত্মনির্ভর ভারতের উত্থানের সাক্ষী হয়ে থাকবে। নীতিকে নির্মাণ, ইচ্ছাশক্তিকে কর্মশক্তিতে পরিণত হওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হবে। এই নতুন ভবন আত্মনির্ভর ভারতের সূর্যোদয়ের সাক্ষী।"

New Parliament Opening Ceremony: 'ভারতের দারিদ্রতা দূর করবে এই সংসদ', বললেন প্রধানমন্ত্রী
নতুন সংসদ ভবন।

আজ, ২৮ মে উদ্বোধন হতে চলেছে নয়া সংসদ ভবনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে নয়া সংসদ ভবনের। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে শাসক-বিরোধী সমস্ত রাজনৈতিক দলকেই। জানা গিয়েছে, এ দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও বহু কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া সহ এনডিএ জোট অন্তর্ভুক্ত কমপক্ষে ১৮ জন সদস্য় উপস্থিত থাকবেন। ২৫টি বিরোধী দলের তরফেও এই অনুষ্ঠানে সামিল হওয়ার কথা জানানো হয়েছে। অন্যদিকে, উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ ২০টি বিরোধী দল। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে সংসদের উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 28 May 2023 02:02 PM (IST)

    শাসক-বিরোধী সাংসদদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী

  • 28 May 2023 02:00 PM (IST)

    ৬০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান করেছে এই সংসদ ভবন: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী বলেন, “নতুন সংসদ ভবন আধুনিক প্রযুক্তি ও পরিষেবায় পরিপূর্ণ। এই সংসদ ভবন ৬০ হাজারেরও বেশি শ্রমিকের কর্মসংস্থান করেছে। তাদের এই কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে আমরা ডিজিটাল গ্যালারি তৈরি করেছি।”

  • 28 May 2023 01:56 PM (IST)

    ৯ বছরে ৪ কোটি মানুষের মাথার উপরে ছাদ ও ১১ কোটি শৌচালয় তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

    পঞ্চায়েত ভবন থেকে সংসদ ভবন, আমাদের অনুপ্রেরণা হল দেশ ও দেশের মানুষের উন্নয়ন। নতুন সংসদ ভবনের নির্মাণ নিয়ে আজ আমরা অত্য়ন্ত গর্বিত। একইসঙ্গে যখনই  আমরা ভাবি ৪ কোটি মানুষের মাথার উপরে ছাদ ও ১১ কোটি শৌচালয় তৈরি হয়েছে বিগত ৯ বছরে, এটা আমাদের অপরিসীম তৃপ্তি দেয়। যখন আমরা নতুন সংসদ ভবনের আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে কথা বলি, তখন এটাও পরিপূর্ণবোধ দেয় যে আমরা ৪ লক্ষ কিলোমিটারেরও বেশি পথ তৈরি করেছি দেশের গ্রামগুলিকে সংযুক্ত করার জন্য।

  • 28 May 2023 01:47 PM (IST)

    সময়ের চাহিদা ছিল এই নতুন সংসদ ভবন: প্রধানমন্ত্রী মোদী

    পুরনো সংসদ ভবনে সকলের জন্য নিজেদের কাজ করতে কত সমস্যা হচ্ছিল, তা আমরা জানি। বসার জায়গার সমস্যা ছিল, প্রযুক্তিগত সমস্যা ছিল। বিগত দেড়-দুই দশক ধরে আলোচনা হচ্ছিল যে নতুন সংসদ ভবনের প্রয়োজন। আগামিদিনে সাংসদের সংখ্যা বাড়বে, ওরা কোথায় বসবেন? এটা সময়ের চাহিদা ছিল যে নতুন সংসদ ভবন তৈরি হোক। আমার বলতে গর্ব হচ্ছে আধুনিক সমস্ত প্রযুক্তির সুবিধা রয়েছে।

  • 28 May 2023 01:42 PM (IST)

    নতুন সংসদ ভবনকে দেখে সকলে গর্বিত: প্রধানমন্ত্রী

    ভারতের মন্দির থেকে মূর্তি, ভারতের বাস্তু ও বিশেষজ্ঞতাকে তুলে ধরত। ভারতের কৌশল বিশ্বে সমাদৃত ছিল। কিন্তু শতাধিক বছরের দাসত্ব আমাদের থেকে এই গৌরব ছিনিয়ে নিয়েছে। এক সময়ে আমরা অন্য দেশের নির্মাণ দেখে মুগ্ধ হতাম। একবিংশ শতাব্দীতে ভারত দাসত্বের ভাবনাকে পিছনে ফেলে এসেছে। প্রাচীন কলার ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনছে। আজ নতুন সংসদ ভবনকে দেখে সকল ভারতীয় গর্বিত।

  • 28 May 2023 01:37 PM (IST)

    চোল সাম্রাজ্য়ে ন্যায়ের দণ্ড ছিল সেঙ্গোল: প্রধানমন্ত্রী

    আমরা নতুন সংসদে লোকসভায় পবিত্র সেঙ্গোল স্থাপন করেছি। চোস সাম্রাজ্যে সেঙ্গোলকে কর্তব্য, রাষ্ট্র ও সুশাসনের প্রতীক ছিল। তামিলনাড়ু থেকে আগত আধিনমের সন্তরা আশির্বাদ দিতে এসেছিলেন। সংবাদমাধ্য়মে এই সেঙ্গোল নিয়ে একাধিক প্রতিবেদন বের হয়েছে। আমাদের সৌভাগ্য যে আমরা পবিত্র সেঙ্গোলকে তার গরিমা ফেরাতে পেরেছি। মান-মর্যাদা দিতে পেরেছি। যখনই সংসদে কার্যাবলী শুরু হবে, সেঙ্গোল আমাদের অনুপ্রেরণা জোগাবে।

  • 28 May 2023 01:21 PM (IST)

    এই নতুন ভবন আত্মনির্ভর ভারতের সূর্যোদয়ের সাক্ষী: প্রধানমন্ত্রী

    স্বাধীনতার ৭৫ তম বর্ষে, এই অমৃতকালে দেশের সাধারণ মানুষ এই নতুন সংসদ ভবন উপহার দিয়েছেন। আজ সকালেই সংসদ ভবনে প্রার্থনা করা হয়েছে। আমি সকল দেশবাসীকে শুভেচ্ছা জানাই। নতুন সংসদ ভবন আত্মনির্ভর ভারতের উত্থানের সাক্ষী হয়ে থাকবে। নীতিকে নির্মাণ, ইচ্ছাশক্তিকে কর্মশক্তিতে পরিণত হওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হবে। এই নতুন ভবন আত্মনির্ভর ভারতের সূর্যোদয়ের সাক্ষী। এই নতুন ভবন নতুন ও পুরাতনের সহ-অবস্থানের প্রতীক।

  • 28 May 2023 01:15 PM (IST)

    নতুন সংসদ ভবন শুধু বিল্ডিং নয়, ১৪০ কোটি মানুষের আকাক্ষ্মার প্রতীক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী মোদী বলেন, “প্রত্যেকটি দেশের উন্নয়নের যাত্রাতেই এমন কিছু মুহূর্ত আসে, যা চিরস্মরণীয় হয়ে থাকে। আজ, ২৮ মে এমনই একটি দিন। নতুন সংসদ ভবন শুধু একটা বিল্ডিং নয়, এটা দেশের ১৪০ কোটি মানুষের আকাক্ষ্মার প্রতীক। এই সংসদ ভবন বিশ্বকে দেশের কঠিন মনোবলকে তুলে ধরা হয়।”

  • 28 May 2023 01:05 PM (IST)

    ৭৫ টাকার কয়েন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নতুন সংসদ ভবন উপলক্ষে ৭৫ টাকার কয়েনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

  • 28 May 2023 12:59 PM (IST)

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বার্তা পড়ে শোনালেন রাজ্যসভার চেয়ারম্যান

  • 28 May 2023 12:57 PM (IST)

    উপরাষ্ট্রপতির বার্তা পড়ে শোনালেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির পাঠানো বার্তা পড়ে শোনালেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। নতুন সংসদ ভবনের উদ্বোধনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সকলকে শুভেচ্ছা জানান। আগামিদিনে এই সংসদ ভবন অনেক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করবে বলেও তিনি জানান।

  • 28 May 2023 12:24 PM (IST)

    আগামিদিনে সাংসদ সংখ্যা বাড়তে পারে: রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান

  • 28 May 2023 12:21 PM (IST)

    মাত্র আড়াই বছরে তৈরি হয়েছে নতুন সংসদ ভবন

    রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বলেন, “এটা অত্যন্ত খুশির বিষয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাত্র আড়াই বছরের মধ্যে নতুন আধুনিক সংসদ ভবন তৈরি সম্ভব হয়েছে।”

  • 28 May 2023 12:18 PM (IST)

    জাতীয় সঙ্গীত দিয়ে সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু

    নতুন লোকসভায় জাতীয় সঙ্গীত গেয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হল।

  • 28 May 2023 12:13 PM (IST)

    সাভারকরকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রী মোদীর

    সাভারকর জয়ন্তী উপলক্ষে নয়া সংসদ ভবনে সাভারকরের ছবিতে ফল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 28 May 2023 12:10 PM (IST)

    গর্বের মুহূর্ত, বললেন ভূম্মিদি এথিরাজ

  • 28 May 2023 10:45 AM (IST)

    নতুন সংসদ ভবন নিয়ে টুইট প্রধানমন্ত্রীর

    নতুন সংসদ ভবনের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লিখলেন, “সংসদের নতুন বিল্ডিং উদ্বোধনে আমাদের হৃদয় গর্ব, আশা ও প্রতিশ্রুতিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। আশা করি দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সংসদ ভবন।”

  • 28 May 2023 10:39 AM (IST)

    লোকসভায় প্রধানমন্ত্রীর কিছু ছবি

    সংসদ ভবনের লোকসভা কক্ষে সেঙ্গোল প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন তার কিছু ছবি

  • 28 May 2023 10:25 AM (IST)

    বিরোধী ছাড়া নতুন সংসদ ভবন উদ্বোধন অসম্পূর্ণ: এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে

    নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে একাধিক বিরোধী দল। এ দিন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বলেন, “বিরোধী ছাড়া নতুন সংসদ ভবনের উদ্বোধন অসম্পূর্ণ। এর অর্থ হল দেশে কোনও গণতন্ত্র নেই।”

  • 28 May 2023 08:39 AM (IST)

    সন্তদের থেকে আশির্বাদ নিলেন প্রধানমন্ত্রী

  • 28 May 2023 08:39 AM (IST)

    সংসদে চলছে সর্ব-ধর্ম প্রার্থনা অনুষ্ঠান

  • 28 May 2023 08:38 AM (IST)

    সংসদ ভবনের স্মারক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

    নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে যে বিশেষ স্মারক তৈরি করা হয়েছে, তা উন্মোচন করলেন প্রধানমন্ত্রী।

  • 28 May 2023 08:37 AM (IST)

    সেঙ্গোল প্রতিষ্ঠার মুহূর্ত

  • 28 May 2023 08:36 AM (IST)

    সর্ব-ধর্ম প্রার্থনায় সামিল প্রধানমন্ত্রী

    সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের। সর্ব ধর্মের জন্য এই প্রার্থনা অনুষ্ঠানে সামিল হলেন প্রধানমন্ত্রী।

  • 28 May 2023 08:34 AM (IST)

    বৈদিক মন্ত্রে সেঙ্গোলের শুদ্ধিকরণ

  • 28 May 2023 08:09 AM (IST)

    নতুন সংসদ ভবনের কর্মীদের সম্মানিত করলেন প্রধানমন্ত্রী

    নির্মাণকর্মী থেকে সাফাইকর্মী, যারা নতুন সংসদ ভবন তৈরিতে সাহায্য করেছেন, তাদের চাদর পরিয়ে সম্মানিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 28 May 2023 08:05 AM (IST)

    সংসদে স্থাপিত হল সেঙ্গোল

    নতুন সংসদের লোকসভা কক্ষে স্থাপিত হল সেঙ্গোল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেঙ্গোল স্থাপন করেন। এরপরে তিনি তামিলনাড়ুর বিভিন্ন মঠ বা অধিনমের সন্তদের কাছ থেকে আশির্বাদ গ্রহণ করেন।

  • 28 May 2023 07:57 AM (IST)

    সেঙ্গোল নিয়ে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী

    ঐতিহাসিক সেঙ্গোল হাতে নিয়ে সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা কক্ষে স্থাপন করা হবে এই সেঙ্গোল।

  • 28 May 2023 07:55 AM (IST)

    সংসদ ভবনের ভিতরে প্রদীপ জ্বালালেন প্রধানমন্ত্রী

    নতুন সংসদ ভবনে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাশে নিয়ে প্রদীপ প্রজ্বলন করেন প্রধানমন্ত্রী।

  • 28 May 2023 07:50 AM (IST)

    সাষ্ট্রাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রী

    সংসদ ভবনে চলছে পুজো। আচার-রীতি মেনে সেই পুজোতে সামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাষ্ট্রাঙ্গে শুয়ে ‘সেঙ্গোল’কে প্রণাম জানালেন তিনি।

  • 28 May 2023 07:42 AM (IST)

    দেখুন নতুন সংসদ ভবন

  • 28 May 2023 07:41 AM (IST)

    শুরু হল সংসদ ভবনের উদ্বোধনী পুজো

    নতুন সংসদ ভবন চত্বরে শুরু হল পুজো ও হোম। এই পুজোয় সামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার স্পিকার ওম বিড়লা। এক ঘণ্টা ধরে এই পুজো চলবে। পুজোর পর প্রধানমন্ত্রী সেঙ্গোল লোকসভার কক্ষে স্থাপন করবেন।

  • 28 May 2023 07:38 AM (IST)

    গান্ধী মূর্তিতে শ্রদ্ধার্ঘ প্রধানমন্ত্রীর

    নতুন সংসদ ভবনে স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তিতে পুস্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধার্ঘ জানালেন প্রধানমন্ত্রী মোদী।

  • 28 May 2023 07:37 AM (IST)

    সংসদ চত্বর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

    নতুন সংসদ ভবনের চত্বর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে রয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

  • 28 May 2023 07:35 AM (IST)

    শুরু হল যজ্ঞ

    নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে বিশাল ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংসদ চত্বরে প্রধানমন্ত্রী পৌছতেই শুরু হল যজ্ঞ ও পুজো।

  • 28 May 2023 07:32 AM (IST)

    নতুন সংসদ ভবনে পৌঁছলেন প্রধানমন্ত্রী

    পায়ে হেঁটে নতুন সংসদ ভবনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে জড়িয়ে ধরে স্বাগত জানান লোকসভার স্পিকার ওম বিড়লা। প্রথমেই তিনি গান্ধী মূর্তিতে প্রণাম জানান।

  • 28 May 2023 06:55 AM (IST)

    ওড়িশায় বালুশিল্পে ফুটে উঠল সংসদ ভবন

  • 28 May 2023 06:50 AM (IST)

    অনুষ্ঠানে যোগ দেবে ২৫টি বিরোধী দলের সদস্যরা

    বিজেপির নেতৃত্বে তৈরি এনডিএ জোটের কমপক্ষে ১৮ জন সদস্য উপস্থিত থাকবেন নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে। এনডিএ জোটের বাইরে কমপক্ষে ৭টি বিরোধী দলের সদস্যরা নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই দলগুলির মধ্যে থাকছে জনতা দল (সেকুলার), শিরোমণি আকালি দল, বিএসপি, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) বিজেডি, টিডিপি এবং ওয়াইএসআর কংগ্রেস।

  • 28 May 2023 06:49 AM (IST)

    নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট ২০টি দলের

    ২০টি বিরোধী দল নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে। এই দলগুলি হল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট, আম আদমি পার্টি, ডিএমকে, সমাজবাদী পার্টি, এনসিপি, জেডিইউ, আরজেডি।

  • 28 May 2023 06:48 AM (IST)

    অনুষ্ঠান শেষে ৭৫ টাকার কয়েনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    সকলের বক্তব্য শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৫ টাকার কয়েন ও স্ট্যাম্প প্রকাশ করবেন এবং বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়েই দুপুর দুটো-আড়াইটে নাগাদ সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হবে।

  • 28 May 2023 06:47 AM (IST)

    দেখানো হবে শর্ট ফিল্মও

    পুজো, সেঙ্গোল প্রতিস্থাপনা ও প্রার্থনাসভার পর দুপুর ১২টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে। জাতীয় সঙ্গীতের মাধ্যমেই শুরু হবে এই পর্বের অনুষ্ঠান। তারপর নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে দুটি শর্ট ফিল্ম দেখানো হবে। সংসদ ভবনের ভিতরেই ফিল্ম দুটি দেখানো হবে।

  • 28 May 2023 06:46 AM (IST)

    সেঙ্গোল প্রতিষ্ঠার পর হবে প্রার্থনা

    নতুন সংসদ ভবনের লোকসভায় স্থাপন করা হবে সেঙ্গোল। এই সেঙ্গোল স্থাপনের পর আয়োজন করা হয়েছে প্রার্থনা সভার। সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত লোকসভাতে প্রার্থনা সভা হবে। ওই প্রার্থনা সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, মন্ত্রিসভার সদস্যরা। এছাড়াও উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু-সন্ন্যাসীরা। সংসদে আদি শিব ও আদি শঙ্করার পুজো হবে বলে সূত্রের খবর।

  • 28 May 2023 06:43 AM (IST)

    সকাল সাড়ে সাতটা থেকে শুরু উদ্বোধনী অনুষ্ঠান

    দুই দফায় বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সংসদ ভবনের দ্বারোদ্ঘাটন হবে। প্রথম দফার অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ৭টায়। সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত বিশেষ পুজোর মাধ্যমে উদ্বোধন করা হবে গণতন্ত্রের পীঠস্থান নতুন সংসদ ভবনের। পুজোর পর সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে লোকসভা কক্ষে স্থাপন করা হবে সেঙ্গোল। অধ্যক্ষের আসনের পাশে স্থাপন করা হবে এই রাজদণ্ড।

Published On - May 28,2023 6:38 AM

Follow Us: