AIADMK: এআইএডিএমকে কেন ছাড়ল এনডিএ? কারণ খোঁজার দায়িত্ব নির্মলার ঘাড়ে

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এনডিএ জোটে থাকলেও তামিলনাড়ুর রাজ্য বিজেপির নেতারা এআইএডিএমকে-র শীর্ষস্থানীয় নেতাদের নামে তীব্র আক্রমণ শানাচ্ছিলেন বলে অভিযোগ। তামিলনাড়ু বিজেপির সঙ্গে সংঘাতের জেরেই জয়ললিতার দল বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।

AIADMK: এআইএডিএমকে কেন ছাড়ল এনডিএ? কারণ খোঁজার দায়িত্ব নির্মলার ঘাড়ে
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 1:14 PM

চেন্নাই: দিন কয়েক আগেই বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এআইএডিএমকে। এনডিএ জোট থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে। কেন এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গেল তালিলনাড়ুর এই রাজনৈতিক দল? সেই কারণ খুঁজতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে দায়িত্ব দিল বিজেপি। সূত্রের খবর, এনডিএ ছেড়ে বেরোনোর মতো বড় সিদ্ধান্ত যে এআইএডিএমকে নিতে চলেছে, তা আগাম বুঝতেই পারেনি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। লোকসভা ভোটের আগে তামিলনাড়ুতে সঙ্গীবিচ্ছেদের কারণ খুঁজতে মরিয়া বিজেপি। সেই সঙ্গে কী ভাবে পরিস্থিতির মোকবিলা করা হবে, তা নিয়েও আলোচনা চলছে বিজেপির অন্দরে। এই পরিস্থিতির বিষয়ে স্ট্যাটাস রিপোর্ট তৈরি করতে ইতিমধ্যেই চেন্নাই পৌঁছেছেন নির্মলা সীতারামন।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এনডিএ জোটে থাকলেও তামিলনাড়ুর রাজ্য বিজেপির নেতারা এআইএডিএমকে-র শীর্ষস্থানীয় নেতাদের নামে তীব্র আক্রমণ শানাচ্ছিলেন বলে অভিযোগ। তামিলনাড়ু বিজেপির সঙ্গে সংঘাতের জেরেই জয়ললিতার দল বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। তাঁদের অভিযোগ, বিজেপির রাজ্য নেতৃত্ব লাগাতার জয়ললিতা-র মতো পার্টির প্রাক্তন নেতৃত্বদের অপমান করছিল। কিন্তু সূত্রের খবর, লোকসভা নির্বাচনে বিজেপি সঙ্গে থাকা কতটা লাভজনক হবে, তা বিচার করেই এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে এআইএডিএমকে।

২০১৯ সালের লোকসভা নির্বাচন এবং ২০২১ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জোট গড়ে লড়াই করেছিল এআইএডিএমকে এবং বিজেপি। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি এআইডিএমকের। বিজেপির সঙ্গে জোট করে এআইডিএমকে-র আসন ১৩৬ থেকে কমে ৭৫-এ নেমেছিল। অন্যদিকে লোকসভা নির্বাচনেও এআইএডিএমকে-র আসন ৩৭ থেকে কমে হয়েছিল ১। এআইডিএমকে নেতৃত্ব মনে করছে বিজেপির সঙ্গে জোটের জেরে তামিল ভাবাবেগে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি সংখ্যালঘু ভোটও তাদের কাছ থেকে সরে যাচ্ছে। ২০২৪ সালের ভোটে সেই ক্ষত মেরামত করতেই দক্ষিণ ভারতের এই দল বিজেপির সঙ্গত্যাগ করল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।