Nitish Kumar: ‘মুক্তি পেয়েছি…’, নিজের সদাহাস্য থাকার কারণ জানালেন নীতীশ কুমার

Bihar CM: ২০১৩ সালে এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়ার পরও ২০১৭ সালে পুনরায় এনডিএ-তে যোগ দেওয়া ‘ভুল’ ছিল বলেও স্বীকার করেছেন নীতিশ।

Nitish Kumar: ‘মুক্তি পেয়েছি...’, নিজের সদাহাস্য থাকার কারণ জানালেন নীতীশ কুমার
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2022 | 6:43 PM

পটনা: ২০১৭ সালে বিজেপির সঙ্গে জোট করা ‘বোকামি’ ছিল। রবিবার দলের কাউন্সিল বৈঠককে এমনই মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই সঙ্গে নীতীশ জানিয়েছেন যত দিন জনতা দল ইউনাইটেড (জেডিইউ) থাকবে, বিজেপির সঙ্গে কোনও ‘সমঝোতা’ করা হবে না। রবিবরা পটনায় হয়েছে জেডিইউ-র জাতীয় কাউন্সিল মিটিং। বিজেপির সঙ্গে জোট ভাঙার এক মাস পর এই কাউন্সিল মিটিংয়ে বসেছিলেন জেডিইউ নেতৃত্ব। বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করে রাষ্ট্রীয় জনতা দল (আরডেজি) এবং কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বেঁধে সরকার গঠন করেন নীতীশ।

২০১৩ সালে এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়ার পরও ২০১৭ সালে পুনরায় এনডিএ-তে যোগ দেওয়া ‘ভুল’ ছিল বলেও স্বীকার করেছেন নীতিশ। তিনি বলেছেন, “২০১৩ সালে এনডিএ ভেঙে বেরিয়ে এসেছিলাম। আমরা খুব ভাল ফল করেছিলাম। কিন্তু ২০১৭ সালে একটা ভুল করে ফেলি। আবার এনডিএ-তে ফিরে যায়। এই কারণে রাজ্যের অনেক মানুষ আমাদের পাশ থেকে সরে গিয়েছিলেন। তাই ফের বিজেপি-র সঙ্গ ত্যাগ করেছি। অধিকাংশ মানুষ এই পদক্ষেপের সমর্থন করছে।” নরেন্দ্র মোদীকে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতেই বিজেপি ছাড়েন নীতীশ। তার পর ২০১৫ সালে জেডিইউ, আরজেডি, কংগ্রেসের সঙ্গে জোট করে বিহার বিধানসভায় লড়াই করেন। মহাগঠবন্ধন জয় লাভও করে। এর পর ২০১৭ সালে মহাগঠবন্ধন ভেঙে ফের বিজেপির হাত ধরেন নীতীশ।

এনডিএ সঙ্গ ত্যাগ করে আরজেডি এবং কংগ্রেসের সহায়তায় ফের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ। এর পর থেকে নীতীশকে বেশ হাসিখুশি দেখাচ্ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। সে ব্যাপারে নীতীশ বলেছেন, “আপনারা যদি মনে করেন আমাকে খু হাসিখুশি দেখাচ্ছে। তার কারণ আমি তাঁদের থেকে মুক্তি পেয়েছি। এখন আমরা একসঙ্গে এগিয়ে যেতে বদ্ধ পরিকর।” এর পর বিজেপিকে কটাক্ষ করে নীতীশ বলেছেন, “যাঁরা দেশকে ধ্বংস করেত চাইছেন আমরা তাঁদের থেকে স্বাধীনতা চাই।”