AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

No GST on Insurance: ১০০ টাকা প্রিমিয়াম হলে দিতে হবে ১০০-ই, জীবনবিমা-স্বাস্থ্যবিমায় আর থাকছে না জিএসটি

GST Councill: প্রিমিয়ামের অঙ্কের সঙ্গে জিএসটি জুড়ে যাওয়ায় দিতে হত অনেক বেশি টাকা। সাধারণ মানুষকে কার্যত নাজেহাল হতে হত।

No GST on Insurance: ১০০ টাকা প্রিমিয়াম হলে দিতে হবে ১০০-ই, জীবনবিমা-স্বাস্থ্যবিমায় আর থাকছে না জিএসটি
Image Credit: PTI
| Updated on: Sep 03, 2025 | 11:50 PM
Share

নয়া দিল্লি: বর্তমানে চিকিৎসার খরচ যেভাবে বেড়েছে, তাতে বিমা না করিয়ে উপায় নেই। আর সেই বিমার সঙ্গে জিএসটি দিতে দিতে নাজেহাল হতে হত সাধারণ মানুষকে। অবশেষে স্বস্তি। জীবনবিমা ও স্বাস্থ্যবিমায় দিতে হবে না কোনও জিএসটি। বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিএসটি স্ল্যাব পরিবর্তনের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বর্তমানে দুটি বিমার ক্ষেত্রে ১৮ শতাংশ হারে জিএসটি দিতে হয়। অর্থাৎ কাউকে যদি ১০,০০০ টাকা প্রিমিয়াম দিতে হয়, তাহলে তার সঙ্গে আরও ১৮০০ টাকা দিতে হয় শুধু জিএসটি হিসেবে অর্থাৎ সব মিলিয়ে প্রিমিয়াম পড়ে ১১,৮০০ টাকা। এই পুরো বোঝাটাই এবার কমে যাবে। অর্থাৎ ১০,০০০ টাকা প্রিমিয়াম হলে ১০,০০০ টাকাই দিতে হবে।

এছাড়া এবার থেকে লাইফ ইনসিওরেন্স বা জীবনবিমার মধ্যেই পড়বে ইউনিট লিংকড ইনসিওরেন্স ও এনডাওমেন্ট প্ল্যান। অর্থাৎ সব মিলিয়ে বিমা আরও বেশি করে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে চলে আসছে।

আগামী ২২ সেপ্টেম্বর নবরাত্রির প্রথম দিন। আর সেই দিন থেকেই কার্যকর হচ্ছে জিএসটি-র নতুন স্ল্যাব। এবার থেকে জিএসটি(GST)-র মাত্র দুটি স্ল্যাব থাকবে। একটি প্রথমটি ৫ শতাংশ এবং দ্বিতীয়টি ১৮ শতাংশ। ১২ ও ২৮ শতাংশের কোনও স্ল্যাব থাকছে না।