AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রাপ্তবয়স্ক মহিলাকে বিবাহিত পুরুষের সঙ্গে সহবাস আটকাতে পারে আইন? উত্তর দিল হাই কোর্ট

Madhya Pradesh High Court: এক যুবতী বিবাহিত এক পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। এরপরই তাঁর পরিবারের তরফে আদালতে হিবিয়াস কর্পাস মামলা করা হয় হেফাজতের দাবি জানিয়ে। তবে ওই যুবতী আদালতে বলেন যে তিনি প্রাপ্তবয়স্ক।

প্রাপ্তবয়স্ক মহিলাকে বিবাহিত পুরুষের সঙ্গে সহবাস আটকাতে পারে আইন? উত্তর দিল হাই কোর্ট
প্রতীকী চিত্র।Image Credit: TV9 বাংলা
| Updated on: Aug 24, 2025 | 8:28 AM
Share

ভোপাল: প্রাপ্তবয়স্ক মহিলা যদি বিবাহিত পুরুষের সঙ্গে থাকেন, তাকে কোনও আইন আটকাতে পারে না। ওই মহিলার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। এক মামলায় এই পর্যবেক্ষণ রাখল মধ্য প্রদেশ হাই কোর্ট।

এক যুবতী বিবাহিত এক পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। এরপরই তাঁর পরিবারের তরফে আদালতে হিবিয়াস কর্পাস মামলা করা হয় হেফাজতের দাবি জানিয়ে। তবে ওই যুবতী আদালতে বলেন যে তিনি প্রাপ্তবয়স্ক এবং কার সঙ্গে থাকবেন, তা নিয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।

মধ্য প্রদেশ হাই কোর্টে বিচারপতি অতুল শ্রীধরন ও বিচারপতি প্রদীপ মিত্তলের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। রাজ্য কাউন্সিলের তরফে জানানো হয়, যে বিবাহিত ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়েছিলেন যুবতী, তিনি প্রথম স্ত্রীকে ছেড়ে এসেছেন এবং বিবাহ বিচ্ছেদ করার প্রস্তুতি নিচ্ছেন।

গত ১৮ অগস্ট এই মামলার শুনানিতে মধ্য প্রদেশ হাই কোর্টের তরফে বলা হয়, “যুবতী প্রাপ্তবয়স্ক। কার সঙ্গে থাকবে, তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে, তা সে ঠিক হোক বা ভুল। এমন কোনও আইন নেই যেখানে ওই যুবতীকে বিবাহিত ব্যক্তির সঙ্গে থাকার সিদ্ধান্ত থেকে আটকাতে পারে।” পুলিশকে ওই যুবতীকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আদালতের তরফে জানানো হয়, যদি ওই যুবতী বিবাহিত ব্যক্তিকে বিয়ে করেন, তবে প্রথম স্ত্রী বহুগামিতার জন্য মামলা দায়ের করতে পারেন। যুবতী যেহেতু তাঁর মা-বাবাকে ছেড়ে ওই ব্যক্তির সঙ্গে থাকতে চেয়েছে, তাই আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। ওই যুবতী নিজের ইচ্ছায় যার সঙ্গে পছন্দ, তার সঙ্গে থাকতে পারে।