PM Modi: পৃথিবীর কোনও নেতা ভারতকে অপারেশন সিঁদুর থামাতে বলেনি: মোদী
PM Modi: তবে ওই একবার নয়, পরেও বারবার একই দাবি করেছেন ট্রাম্প। যদিও ট্রাম্পের নাক গলানো নিয়ে গোটা দেশে চাপানউতোর কম হয়নি। হিন্দোল উঠেছিল বিশ্ব রাজনীতির আঙিনাতেও। বিরোধীদের তোপের মুখে পড়েছে কেন্দ্র সরকার।

নয়া দিল্লি: ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ তখন পুরোদমে। আচমকা মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোরাল দাবি করে বললেন, তাঁর কথাতেই শান্ত হয়েছে দুই দেশ। সংঘর্ষ-বিরতির পথ প্রশস্ত হয়েছে। গত ১০ মে ভারত-পাকিস্তানের DGMO-র বৈঠকে সংঘর্ষবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান।
তবে ওই একবার নয়, পরেও বারবার একই দাবি করেছেন ট্রাম্প। যদিও ট্রাম্পের নাক গলানো নিয়ে গোটা দেশে চাপানউতোর কম হয়নি। হিন্দোল উঠেছিল বিশ্ব রাজনীতির আঙিনাতেও। বিরোধীদের তোপের নিশানায় পড়েছে কেন্দ্র সরকার। সত্যিই কি তৃতীয় পক্ষ তাও আবার ট্রাম্পের কথাতেই সংঘর্ষ বন্ধ হয়েছিল? এদিনও সংসদে এই ইস্যুতে ঝড় তুললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সাফ বললেন, “প্রধানমন্ত্রী কেন নীরব? যদি ট্রাম্প মিথ্যে কথা বলেন, তাহলে প্রধানমন্ত্রী সেটা সংসদে বলুন। সংসদে তিনি বলুন যে ট্রাম্প মিথ্যেবাদী।” পাল্টা দিলেন মোদীও।
সংসদে দাঁড়িয়ে উচ্চস্বরে মোদী বললেন, “পৃথিবীর কোনও নেতা ভারতকে অপারেশন থামাতে বলেনি।” নিজের কথার সপক্ষে ব্যাখ্যা দিতে গিয়ে মোদী আরও বলেন, “৯ মে রাতে মার্কিন উপরাষ্ট্রপতি আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু সেই সময় আমি সেনার সঙ্গে বৈঠক করছিলাম। পরে যখন আমি ফোন করি তিনি বলেন পাকিস্তান বড় হামলা করতে চলেছে। আমি জবাব দিয়েছিলাম। বলেছিলাম যদি পাকিস্তান সত্যিই হামলা করে তাহলে আমরা আরও বড় প্রত্যাঘাত করে জবাব দেব। গুলির জবাব আমরা গোলায় দেব। এরপর আমরা পাকিস্তানের সেনাবাহিনীকে তছনছ করে দিয়েছি।” উল্টে তোপের পর তোপ দাগতে কংগ্রেসের বিরুদ্ধে। তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “কংগ্রেস পাকিস্তানের উপর নির্ভরশীল হচ্ছে ইস্যুর জন্য। অন্যদিকে দেশ আত্মনির্ভর হচ্ছে।”
