Rahul Gandhi: ‘হিন্দু ধর্মের সঙ্গে কোনও সম্পর্ক নেই’, প্যারিসের মাটিতে বিজেপিকে তুলোধোনা রাহুলের
Rahul Gandhi at Paris: কংগ্রেস নেতা বলেছেন, "আমি গীতা, বেশ কয়েকটি উপনিষদ এবং হিন্দু ধর্মের অনেক গ্রন্থ পড়েছি। বিজেপি যা করে, তার কোনওটাই হিন্দু ধর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।"
নয়া দিল্লি: “হিন্দু ধর্মের সঙ্গে বিজেপির কোনও সম্পর্কই নেই। তারা যা করে তার মধ্যে কোনও হিন্দু দর্শন নেই।” রবিবার (১০ সেপ্টেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসে এক অনুষ্ঠানে বিজেপির মূল আদর্শকেই আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে কংগ্রেস নেতা বলেছেন, “আমি গীতা, বেশ কয়েকটি উপনিষদ এবং হিন্দু ধর্মের অনেক গ্রন্থ পড়েছি। বিজেপি যা করে, তার কোনওটাই হিন্দু ধর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমি কোনও হিন্দু গ্রন্থে পড়িনি, বা কোনও হিন্দু পণ্ডিতের কাছে শুনিনি যে, হিন্দুরা দুর্বলতম অংশকে ভয় দেখায় বা তাদের ক্ষতি করার চেষ্টা করে।”
রবিবার, প্যারিসের সায়েন্সেস পিও ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সঙ্গে এক কথোপকথন অনুষ্ঠানে মিলিত হন প্রাক্তন কংগ্রেস সভাপতি। হিন্দুত্ববাদী শক্তিগুলি ভারতে যুব সমাজকে মৌলবাদে দীক্ষিত করছে বলে দাবি করে, সেই বিষয়ে প্রশ্ন করা হয় রাহুল গান্ধীকে। জবাবে রাহুল বলেন, “বিজেপি মোটেই ‘হিন্দু জাতীয়তাবাদী’ নয়, কারণ হিন্দু ধর্মের সঙ্গে তাদের কোনও সম্পর্কই নেই। তারা আসলে যে কোনও মূল্যে ক্ষমতা অর্জন করতে চায়। তারা চায়, গুটিকয়েক মানুষ ছড়ি ঘোরাবে। তারা সেই চেষ্টাই করছে।”
INDIA, Bharat Jodo Yatra, Geo-politics, Cronyism and other national & global issues – An engaging conversation with the students and faculty at Sciences PO University, Paris, France.
Watch the full video on my YouTube Channel:https://t.co/emcHLwBQoI pic.twitter.com/COXVM1zcAL
— Rahul Gandhi (@RahulGandhi) September 10, 2023
ভারতের দলিত এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নৃশংসতার বিষয়েও প্রশ্ন করা হয় রাহুল গান্ধীকে। রাহুল জানান, এই সমস্যার মোকাবিলা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ভারতের বিরোধী দলগুলি। তিনি বলেন, “বিজেপি এবং আরএসএস চেষ্টা করছে সাধারণ মানুষের কন্ঠরোধ করার। নিম্ন বর্ণ, অন্যান্য অনগ্রসর জাতি, উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সামাজিক অংশগ্রহণ বন্ধ করার। যে ভারত কোনও দলিত বা কোনও মুসলিম, উপজাতি সম্প্রদায়ের ব্যক্তি, উচ্চবর্ণের ব্যক্তিদের সঙ্গে বা যে কোনও মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, তাঁকে আক্রমণ করা হয়, সেই ভারত আমরা চাই না। এখন এমন এক পরিবেশ তৈরি করা হয়েছে, যাতে দৃবৃত্তরা মনে করছে, তারা যা খুশি তাই করতে পারে। তাদের কোনও শাস্তিই হবে না। সংখ্যালঘু নির্যাতন, ভারতের আত্মার উপর আক্রমণ। যারা তা করছে, তাদের বড় মূল্য চোকাতে হবে।”
হিন্দু ধর্ম নিয়ে বিজেপিকে নিশানা করা অবশ্য রাহুলের কোনও নতুন কৌশল নয়। এর আগেও, ২০২১ সালে তিনি বিজেপি নেতা-কর্মীদের তিনি ভুয়ো হিন্দু বলে কটাক্ষ করেছিলেন। প্যারিস থেকে রাহুল গান্ধীর সাম্প্রতিক আক্রমণের কড়া জবাব দিয়েছেন বিজেপির তরুণ সাংসদ তেজস্বী সূর্য। সদ্য সমাপ্ত জি২০ শীর্ষ সম্মেলনে সকল সদস্যের ঐক্যমতে নয়া দিল্লি ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। তার উল্লেখ করে তেজস্বী সূর্য বলেছেন, ভারত যখন বিশ্বব্যাপী ঐকমত্য অর্জন করছে, তখন রাহুল গান্ধী উফরোপের এক শহরে গুটিকয়েক ব্যক্তির সামনে কান্নাকাটি করছেন বলে কটাক্ষ করেছেন তিনি। তিনি আরও বলেছেন, হিন্দুধর্ম গ্রন্থ নির্ভর, বলে মনে করেন রাহুল। তাঁর এই ধারণাই বলে দেয়, হিন্দু ধর্ম সম্পর্কে তার উপলব্ধি কতটা অগভীর।