Viral Number Plate: উত্তর লুকিয়ে নম্বর প্লেটেই, এটা কোন ভিআইপি-র গাড়ি বলুন তো?

Feb 20, 2024 | 9:36 AM

Viral Number Plate: গাড়িটি মার্সিডিজ সংস্থার। কিন্তু, এই ক্ষেত্রে গাড়ির থেকেও বেশি নজর কেড়েছে নম্বর প্লেটটিই। ভারতের এক ভিভিআইপি ব্যক্তিত্বের গাড়ি এটি। ভাইরাল হওয়া নম্বর প্লেটটি হল - ডিএল১ সিজেআই ০০০১ (DL1 CJI 0001)। কার গাড়ি বলুন তো? আসলে এই নম্বর প্লেটেই লুকিয়ে রয়েছে তার পরিচয়।

Viral Number Plate: উত্তর লুকিয়ে নম্বর প্লেটেই, এটা কোন ভিআইপি-র গাড়ি বলুন তো?
নেট দুনিয়ায় ভাইরাল এই ভিআইপি নম্বর প্লেট
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি গাড়ির ভিআইপি নম্বর প্লেটের ছবি। গাড়িটি মার্সিডিজ সংস্থার। কিন্তু, এই ক্ষেত্রে গাড়ির থেকেও বেশি নজর কেড়েছে নম্বর প্লেটটিই। ভারতের এক ভিভিআইপি ব্যক্তিত্বের গাড়ি এটি। ভাইরাল হওয়া নম্বর প্লেটটি হল – ডিএল১ সিজেআই ০০০১ (DL1 CJI 0001)। কার গাড়ি বলুন তো? আসলে এই নম্বর প্লেটেই লুকিয়ে রয়েছে তার পরিচয়। ‘ডিএল’ কোড থেকে বঝা যাচ্ছে গাড়িটি দিল্লির। এরপর লেখা রয়েছে ‘সিজেআই’। এই সিজেআই কথার অর্থ, চিফ জাস্টিস অব ইন্ডিয়া। অর্থাৎ, ভারতের প্রধান বিচারপতি। এর থেকে বোঝা যাচ্ছে, এই গাড়িটি আসলে ভারতের প্রধান বিচারপতির। তাঁর এই ভিআইপি নম্বর প্লেট নিয়ে হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।

সোশ্যাল মিডিয়া নম্বর প্লেটটির ছবি পোস্ট করেছেন ব্যবসায়ী ব্যক্তিত্ব লয়েড ম্যাথিয়াস। সঙ্গের ক্যাপশনে তিনি মজা করে বলেছেন, নির্বাচন কমিশনারের গাড়ির নম্বর প্লেটে কি সিইসি লেখা আছে? তিনি লিখেছেন, “গতকাল দিল্লিতে এক ব্যক্তিগত অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচুড়কে দেখেছি। বের হওয়ার সময়, তাঁর গাড়ির লাইসেন্স প্লেট নম্বরটি আমার চোখ এড়ায়নি: ডিএল১ সিজেআই ০০০১। কী ভালো! ভাবছি প্রধান নির্বাচন কমিশনারের গাড়ির নম্বর প্লেটটি কি হবে, ডিএল১ সিইসি ০০০১?”

পরে অবশ্য জানা গিয়েছে, গাড়িটি প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের ব্যক্তিগত গাড়ি নয়। এটি আসলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের। তবে, বর্তমানে প্রধান বিচারপতিই এই গাড়িটি ব্যবহার করেন। এই তথ্য জানার পর অনেকেই, লয়েড ম্যাথিয়াসের সোশ্যাল মিডিয়া পোস্টটি বিভ্রান্তিকর বলে অভিযোগ করেছেন। গাড়িটি যে প্রধান বিচারপতির ব্যক্তিগত গাড়ি নয়, তা উল্লেখ করা উটিত ছিল বলে জানিয়েছেন অনেকে। কেউ কেউ আবার বিষয়টির প্রমাণ দেওয়ার জন্য মার্সিডিজ গাড়িটির রেজিস্ট্রেশন বিবরণের স্ক্রিনশট শেয়ার করেছেন পর্যন্ত। আবার অনেকে, প্রধান বিচারপতির ব্যবহার করা গাড়ির নম্বর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেওয়া উচিত হয়নি বলে জানিয়েছেন। অন্য কোনও ব্যক্তির গাড়ির ছবি তুলে, সোশ্যাল মিডিয়ায় দেওয়াটা আইনগত ভাবে সঠিক কিনা, সেই প্রশ্নও উঠেছে।

মার্সিডিজ ই ৩৫০ ডি মডেলের গাড়িটি সরকারের পক্ষ থেকেই প্রধান বিচারপতিকে দেওয়া হয়েছে ব্যবহারের জন্য। এই গাড়িটি,, মার্সি়ডিজ বেঞ্জের ই ক্লাসের গাড়িগুলির অন্যতম সেরা মডেল। ই ক্লাসের সবথেকে দামী মডেলটির দাম ৮৯ লক্ষ টাকার মতো।

Next Article