ভোট মিটলেই জম্মু-কাশ্মীরে ফিরবে বিশেষ মর্যাদা? জল্পনা উসকে দিলেন ওমর আবদুল্লা
Jammu Kashmir Assembly Election 2024: বরাবরই ৩৭০ অনুচ্ছেদ ও জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর দাবি জানিয়েছেন কাশ্মীরী নেতা। উপত্যকায় বিধানসভা নির্বাচন ঘোষণা হতেই তিনি আবারও বললেন যে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে জম্মু-কাশ্মীরের রাজ্যের পরিচয় কেড়ে নিয়েছে কেন্দ্র।
শ্রীনগর: অবশেষে হতে চলেছে জম্মু-কাশ্মীরের নির্বাচন। ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তি ও জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর এই প্রথম বিধানসভা নির্বাচন হবে জম্মু-কাশ্মীরে। স্বাভাবিকভাবেই গোটা দেশের নজর রয়েছে উপত্যকার দিকে। এরই মধ্যে বড় দাবি ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লার। তিনি জানালেন, জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন মিটলেই প্রথম পদক্ষেপই হবে কেন্দ্রের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির বিরুদ্ধে প্রস্তাবনা আনা।
বরাবরই ৩৭০ অনুচ্ছেদ ও জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর দাবি জানিয়েছেন কাশ্মীরী নেতা। উপত্যকায় বিধানসভা নির্বাচন ঘোষণা হতেই তিনি আবারও বললেন যে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে জম্মু-কাশ্মীরের রাজ্যের পরিচয় কেড়ে নিয়েছে কেন্দ্র। বিধানসভা নির্বাচন মিটলেই নতুন সরকারের প্রথম কাজ হবে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাবনা আনা।
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, “নির্বাচন শেষ হওয়ার পর, জম্মু-কাশ্মীর বিধানসভার প্রথম অধিবেশনেই আমরা একটি প্রস্তাবনা পাশ করব কেন্দ্রের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিরোধিতা করে।”
প্রসঙ্গত, ২০১৪ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে শেষবার বিধানসভা নির্বাচন হয়। ২০১৯ সালে বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর আর নির্বাচন হয়নি। ২০১৮ সাল থেকেই রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে জম্মু-কাশ্মীরে। চলতি সপ্তাহের শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে জম্মু-কাশ্মীরে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। মোট তিন দফায় বিধানসভা নির্বাচন হবে জম্মু-কাশ্মীরে। ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর নির্বাচন হবে। ভোটের ফল প্রকাশ হবে ৪ অক্টোবর।
নির্বাচনের দিন ঘোষণার পরই ওমর আবদুল্লা জানিয়েছিলেন যে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নেবেন না। তাঁর বাবা ফারুক আবদুল্লাই নেতৃত্ব দেবেন ন্যাশনাল কনফারেন্স-কে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)