নয়া দিল্লি: অক্সিজেনের (Oxygen) অভাবে ধুঁকছে গোটা ভারত। দেশের মানুষকে প্রাণবায়ু জোগাতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। রেল ও সেনাবাহিনীকেও ব্যবহার করা হচ্ছে সেই কাজে। এবার অক্সিজেনের অভাব পূরণ করতে আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মোদী সরকার। পিএম কেয়ারের (PM Care) টাকায় তৈরি হবে ৫০০টি অক্সিজেন জেনারেশন প্লান্ট ও কেনা হবে এক লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর পিএম কেয়ারেরর টাকা নিয়ে এই ঘোষণা করা হয়েছে বুধবার।
যেহেতু করোনা সংক্রমণে গ্রাফ প্রত্যেকদিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাই যত দ্রুত সম্ভব এই উদ্যোগ নেওয়ার কথা কথা বলা হয়েছে। বর্তমানে যেখানে যেখানে অক্সিজেন দরকার, প্লান্টগুলি দূরে হওয়ায় সেখানে অক্সিজেন পৌঁছতে সময় লাগছে। তাই এবার যেসব জায়গায় চাহিদা বেশি সেখানেই অক্সিজেন প্লান্ট তৈরি করা হবে বলে কেন্দ্রের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বুধবার টুইট করে এই খবর জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
মঙ্গলবার করোনা সংক্রান্ত একটি স্বতঃপ্রণোদিত মামলায় সুপ্রিম কোর্টের তরফ থেকে কেন্দ্রের কাছে বেশ কিছু বিষয়ে তথ্য তলব করা হয়। অক্সিজেনের পরিস্থিতি সংক্রান্ত তথ্য দিতে গিয়ে কেন্দ্র হলফনামায় জানায়, ‘কোনও দেশেই অফুরন্ত মেডিক্যাল অক্সিজেন থাকতে পারে না। তবে এই পরিস্থিতিতে জোগান যাতে বাড়ানো যায় তার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে।’ বিশেষত প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলিতে অক্সিজেনের যোগান যাতে পর্যাপ্ত করা সম্ভব হয় সেদিকে নজর দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় হলফনামায়।
আরও পড়ুন: টিকাকরণ প্রক্রিয়া নিয়ে বৈঠকে বসছেন অমিত শাহ, থাকবেন স্বাস্থ্যমন্ত্রীও
দেশের একাধিক রাজ্য থেকে অক্সিজেনের অভাবে করোনা আক্রান্তদের মৃত্যুর খবর সামনে এসেছে। পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। আর এই অবস্থায় অক্সিজেনের অভাব মেটাতে দিল্লিতে দফায় দফায় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অক্সিজেন স্পেশাল ট্রেন চালানো, বায়ুসেনার বিমানে এয়ারলিফট করে অক্সিজেন কন্টেনার নিয়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত কয়েকদিনে।