AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Operation Mahadev: ৩ জঙ্গি নিকেশ হতেই আসরে NIA, কী তথ্য সামনে আসতে পারে?

Operation Mahadev: সেনা মনে করছে, পাকিস্তানের প্রত্যক্ষ মদত ছাড়া এত আধুনিক অস্ত্র জঙ্গিদের কাছে থাকতে পারে না। এই রাইফেল গ্রেনেড ব্যবহার করে ২০০ মিটার দূর থেকে হামলা করা যায়। জঙ্গিদের অস্থায়ী তাঁবু থেকে উদ্ধার হয়েছে রান্নার বাসনপত্রও।

Operation Mahadev: ৩ জঙ্গি নিকেশ হতেই আসরে NIA, কী তথ্য সামনে আসতে পারে?
অপারেশন মহাদেবে নিকেশ ৩ জঙ্গি
| Edited By: | Updated on: Jul 29, 2025 | 1:40 PM
Share

নয়াদিল্লি: দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের তিন জঙ্গিকে সোমবার নিকেশ করেছে যৌথবাহিনী। তার মধ্যে রয়েছে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড সুলেমান শাহ। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অপারেশন মহাদেবে খতম তিন জঙ্গিই পহেলগাঁওয়ে হামলায় জড়িত ছিল। এরই মধ্যে নিকেশ তিন জঙ্গির পরিচয় জানতে যৌথবাহিনীকে সাহায্য করছে NIA। ‘বায়োমেট্রিক ডেটা’ ও ‘ফেসিয়াল রেকগনিশন’ প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। তিন জঙ্গির পরিচয় নিশ্চিত হওয়ার পরেই অভিযানের খুঁটিনাটি প্রকাশ্যে আনা হবে। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার ‘চিনা ডিভাইস’ পাঠানো হয়েছে ফরেনসিকে।

গতকাল শ্রীনগরের লিদবাসে অভিযান চালায় যৌথবাহিনী। সেখানে তাঁবু খাটিয়ে লুকিয়ে ছিল জঙ্গিরা। তাদের উপস্থিতি একেবারে নিশ্চিত হওয়ার পরই ‘স্নাইপার’ ব্যবহার করে মাথার মাঝখানে গুলি চালানো হয়। গতকাল জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে মার্কিন কার্বাইন, একে-৪৭, ‘রাইফেল গ্রেনেড’, বিস্ফোরক। রাইফেলের ব্যারেল থেকে ছোড়া যায় এমন গ্রেনেড উদ্ধার ভাবাচ্ছে বাহিনীকে। সেনা মনে করছে, পাকিস্তানের প্রত্যক্ষ মদত ছাড়া এত আধুনিক অস্ত্র জঙ্গিদের কাছে থাকতে পারে না। এই রাইফেল গ্রেনেড ব্যবহার করে ২০০ মিটার দূর থেকে হামলা করা যায়। জঙ্গিদের অস্থায়ী তাঁবু থেকে উদ্ধার হয়েছে রান্নার বাসনপত্রও।

যৌথবাহিনীর অনুমান, বেশ কয়েকজন জঙ্গিই ওই এলাকায় ঘাঁটি বানায়। বাহিনীর সন্দেহ, আরও জঙ্গি আশপাশের এলাকায় লুকিয়ে থাকতে পারে। জঙ্গিদের খোঁজে দ্বিতীয় দিনেও জারি ‘অপারেশন মহাদেব’। শ্রীনগরের কাছে ডাচিগামের গভীর জঙ্গলে যৌথবাহিনী তল্লাশি চালাচ্ছে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করেছিল জঙ্গিরা। পরিচয় জেনে হামলা চালানো হয়েছিল। হামলাকারী ৪ জঙ্গিকে এখনও কেন ধরা গেল না, তা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে তৃণমূল-সহ বিরোধীরা। আর এদিন সংসদে দাঁড়িয়ে অমিত শাহ জানিয়ে দিলেন, অপারেশন মহাদেবে খতম ৩ জঙ্গি পহেলগাঁওয়ে হামলায় জড়িত ছিল।