ভুবনেশ্বর: ফের বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুক্রবার ওড়িশার ভুবনেশ্বরে এক জনসভায় কংগ্রেস-সহ বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, “যারা ক্ষমতাকে নিজেদের জন্মগত অধিকার ভাবে, তারা দশ বছর কেন্দ্রের ক্ষমতার বাইরে রয়েছে।” বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করছে বলেও তিনি মন্তব্য করেন। বিরোধীদের ‘ক্ষমতালোভী’ বলে আক্রমণ করলেন মোদী।
এদিন ভুবনেশ্বরে বিজেপির এক জনসভায় বক্তব্য রাখেন মোদী। সেখানে বিরোধীদের তুলোধোনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে চক্রান্ত করতেই ব্যস্ত বিরোধীরা। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার সময় রাজনীতির নানা রং দেখেছি আমি। রাজনীতিতে নীতির বিরোধিতা খুবই স্বাভাবিক। যেকোনও সিদ্ধান্ত নিয়ে ভিন্ন মত থাকা স্বাভাবিক। জনগণের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে আন্দোলন করে রাজনৈতিক দলগুলি। সংবিধানের আওতায় থেকে নিজেদের মতামত ব্যক্ত করে।”
এরপরই বিরোধীদের নিশানা করে তিনি বলেন, “গত কয়েক বছরে পরিবর্তন দেখা গিয়েছে। গণতন্ত্রের সমস্ত নিয়ম ভেঙে পড়েছে। যারা ক্ষমতাকে নিজেদের জন্মগত অধিকার মনে করে, তারা গত ১০ বছর কেন্দ্রে ক্ষমতায় নেই। অন্য কাউকে সমর্থন করায়, তারা এখন জনগণের উপর ক্ষুব্ধ।”
এখানেই না থেমে মোদী বলেন, “তারা এতটাই ক্ষুণ্ণ যে দেশের বিরুদ্ধেই চক্রান্ত শুরু করেছে। দেশকে ভুলপথে নিয়ে যেতে তারা মানুষকে বিভ্রান্ত করছে। তাদের মিথ্যার দোকান ৫০-৬০ বছর ধরে চলছে।”