AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pahalgam Attack: লক্ষ্য জীবিত অবস্থায় জঙ্গিদের ধরা, অত্য়ন্ত সাবধানে অপারেশন চালাচ্ছে সেনা! সীমিত করা হয়েছে জঙ্গিদের গতিবিধি

Pahalgam Attack: সেনা চাইছে এই হত্যাকারীদের জীবিত গ্রেফতার করতে। তাই যথেষ্ট সাবধনতার সঙ্গে অপারেশন চালাতে হচ্ছে। এনআইএ সূত্রে জানা যাচ্ছে, পাকিস্তান থেকে আসা মোসা ও তালহা ভাই তারা দীর্ঘদিন পাহাড়ের জঙ্গলে লুকিয়ে থেকে অপারেশন চালানোর পর্যাপ্ত প্রশিক্ষণ তাদের রয়েছে।

Pahalgam Attack: লক্ষ্য জীবিত অবস্থায় জঙ্গিদের ধরা, অত্য়ন্ত সাবধানে অপারেশন চালাচ্ছে সেনা! সীমিত করা হয়েছে জঙ্গিদের গতিবিধি
জঙ্গির স্কেচImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 04, 2025 | 11:13 AM
Share

কলকাতা: পহেলগাঁওতে বেছে বেছে হিন্দু নিধনের ১৩ দিন পার। এখনও পর্যন্ত অধরা জঙ্গিরা। সূত্র বলছে,  ২৬ জনকে খুনের পর কাশ্মীরেই গা ঢাকা দিয়ে রয়েছে জঙ্গিরা। সম্ভবত, মোসা ও তার জঙ্গিরা দক্ষিণ কাশ্মীরেই ঘাপটি মেরে রয়েছে। ঘন ঘন অবস্থান বদল করছে তারা। কাশ্মীর পুলিশ, সেনা জওয়ানদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, কেন এখনও পর্যন্ত তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।

জানা যাচ্ছে, সেনা চাইছে এই হত্যাকারীদের জীবিত গ্রেফতার করতে। তাই যথেষ্ট সাবধনতার সঙ্গে অপারেশন চালাতে হচ্ছে। এনআইএ সূত্রে জানা যাচ্ছে, পাকিস্তান থেকে আসা মোসা ও তালহা ভাই তারা দীর্ঘদিন পাহাড়ের জঙ্গলে লুকিয়ে থেকে অপারেশন চালানোর পর্যাপ্ত প্রশিক্ষণ তাদের রয়েছে। তাদের গতিবিধি সীমিত করে দেওয়া হচ্ছে সেনার তরফে। তাদের চারপাশের বৃত্তটা সেনা দ্বারা ঘিরে ফেলা হয়েছে।

ইতিমধ্যেই জম্মুর জেলে রজৌরি হত্যাকাণ্ডের ২ জন জঙ্গিকে ও তাদের সহযোগীকে জেরা করছে এনআইএ। হত্যার পর জঙ্গিরা কোন পথে পালাতে পারে, সেটাই জানার চেষ্টা চলছে। জেল থেকেই জঙ্গিদের গা ঢাকা দিতে সাহায্য করেছিল মিসার আহমেদ ও মোসার হোসেন। এই মিসার ও মোস্তাকের সাহায্যে রজৌতেও হামলা চালিয়েছিল জঙ্গিরা। ২০২৩ সালের ১ জানুয়ারি, রজৌরিতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল চার জনের। ওই হামলাতেও নাম পরিচয় জিজ্ঞাসা করে হিন্দুদের হত্যা করা হয়েছিল বলে জানা গিয়েছে।