
সন্ত্রাস হামলায় ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার সন্ত্রাসবাদীদের নাশকতার সম্মুখীন উপত্যকায় ঘুরতে যাওয়া বেশ কিছু পর্যটক। সূত্রের খবর, পহেলগাঁওয়ে ঘুরতে আসা পর্যটকের উপর হামলা চালায় ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামে এক সন্ত্রাসবাদী সংগঠন। হামলায় দায় স্বীকার করেছে তারা। সন্ত্রাসবাদীদের গুলিতে আহত হয়েছেন একাধিক। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে ছুটে গিয়েছে সেনা ও কাশ্মীর পুলিশের একটি দল। সব আপডেট দেখুন…
কাশ্মীরে ফের সন্ত্রাসবাদ মাথা চাড়া দিতেই বৃহস্পতিবার সংসদে ডাকা হয় একটি সর্বদলীয় বৈঠক। নয়াদিল্লিতে সন্ধ্যা নাগাদ শুরু হয় এই বৈঠক। আর তার আগে দুই মিনিটের নীরাবতা পালন করেন সাংসদরা। বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
‘কেউ নিজের ছেলেকে হারিয়েছেন, কেউ নিজের জীবনসঙ্গীকে হারিয়েছেন, কেউ আবার নিজের ভাইকে হারিয়েছেন।’ বিহার থেকে কাশ্মীরের সন্ত্রাস প্রসঙ্গে মুখ খুললেন মোদী। পাশাপাশি, মনে করিয়ে দিলেন, এই হামলা শুধুই কিছু পর্যটকের উপর হয়নি, শত্রুরা ভারতের আত্মার উপরেও আঘাত আনার চেষ্টা করেছেন।
এরপরেই মধুবনীর মঞ্চ থেকে বড় হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা এই ভাবে আমাদের উপর আঘাত এনেছে, তাদেরকে বলে রাখি, আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না, এমন শাস্তি দেব।’
এদিন পঞ্চায়েতরাজ দিবস উপলক্ষেই বিহার সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তার ভাষণের শুরুতেই উঠে আসে পঞ্চায়েতরাজের মাধ্যমে প্রান্তিক ভারতে ঘটা উন্নয়নের কথা। তিনি বলেন, ‘বিহার দেশের প্রথম এমন রাজ্য যেখানে মহিলাদের নানা ক্ষেত্রে বিশেষ সংরক্ষণ প্রদান করা হয়েছে। সেই কারণেই তো আজ এখানে প্রান্তিক থেকে প্রান্তিকতর গ্রামের মহিলারা জনপ্রতিনিধি হিসাবে সমাজের প্রথম সারিতে উঠে আসতে পারছেন।’
বিহারে নির্বাচনী আবহে মধুবনীতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দিলেন জনসভায়। প্রধানমন্ত্রীর পাশেই দেখা গেল সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে। কাশ্মীর যখন সন্ত্রাসবাদের ঘটনায় নতুন করে চড়েছে উত্তেজনা। সেই আবহে বিহারের প্রধানমন্ত্রীর ভাষণের দিকেই তাকিয়ে গোটা দেশ।
‘কেউ বলছেন সিঁদুর দেখে গুলি করল’, কেউ আবার বলছেন, ‘নাম জেনে মেরেছে’, কেউ আবার বলছেন,’কলমা পড়তে না জানলে গুলি করেছে’। কাশ্মীরে জঙ্গি হামলার এমনই সব ভয়াবহ অভিজ্ঞতা জানাচ্ছেন সেখান থেকে প্রাণ হাতে নিয়ে ফিরে আসা পর্যটকরা। এমনই এক হাড়হিম ঘটনার কথা বর্ণনা করলেন অসম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। তিনি জানালেন, কলমা পড়ে কীভাবে নিজের প্রাণ বাঁচিয়েছেন।
বিস্তারিত পড়ুন: Pahalgam Terrorist Attack: হিন্দু হয়েও কোন ‘বুদ্ধির জোরে’ জঙ্গির AK 47-এর নলের মুখ থেকে ফিরলেন দেবাশিস?
‘কাউকে রেয়াত করা হবে না’, এই বার্তা আগেই দিয়েছিল ভারত। বুধবার সকালে বারামুল্লার উরিতে অনুপ্রবেশের সময় দুই পাক জঙ্গিকে এনকাউন্টার করে সেনা। আর এবার উধমপুরের ডুডু-বসন্তগড়ে চলছে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই। জানা যাচ্ছে, জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন এক জওয়ান।
বিস্তারিত পড়ুন: Kashmir: কাশ্মীরে ফের জঙ্গিদের গুলি, ‘সার্চিং অপারেশনের’ সময় শহিদ জওয়ান
কলকাতায় পৌঁছল নিহত দুই বাঙালি পর্যটকের দেহ। বিমানবন্দরে ফিরল বিতান অধিকারী ও সমীর গুহর দেহ ফিরল। উপত্যকার গণহত্যায় তিন বাঙালি পর্যটকের মৃত্যু হয়েছে। তার মধ্যে দু’জনের দেহ ফিরল কলকাতায়
পহেলগাঁওয়ের জঙ্গি হানায় মৃত্যু ২৬ পর্যটকের। এত বছরে যে পর্যটকদের গায়ে হাত পড়েনি, সেখানেই পর্যটকদের হত্যার করল, তাও আবার ধর্মীয় পরিচয় জেনে। এই ঘটনায় লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে জম্মু-কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের।
পহেলগাঁওতে নৃশংস হত্যালীলার পর হাজার হাজার পর্যটক আটকে রয়েছেন। বাঙালি পর্যটকের সংখ্যাই প্রায় ৪৫০। বহু পর্যটকই তড়িঘড়ি কাশ্মীর থেকে ফিরে আসতে চাইছেন। কিন্তু একাধিক বেসরকারি বিমান সংস্থা এই সঙ্কটের পরিস্থিতিতে প্রায় তিনগুণ ভাড়া বাড়িয়ে দিয়েছে।
পহেলগাঁওয়ের বৈসরণে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করেছে পড়শি দেশ পাকিস্তান। পাক বিদেশমন্ত্রী বিবৃতি প্রকাশ করে বলেছেন, “জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় হামলায় পর্যটকদের মৃত্যুতে আমরা উদ্বিগ্ন। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
গুলি করার আগে জানা হয়েছে তাদের ধর্মীয় পরিচয়, তারা হিন্দু নাকি মুসলিম। এই জঙ্গিহানায় ফুটছে গোটা দেশ। অনেকেই আবার প্রশ্ন তুলছেন, পর্যটন নির্ভর জম্মু-কাশ্মীরে বিগত এত বছরে কখনও পর্যটকদের উপরে হামলা চালানো হয়নি। তাহলে এবারই কেন পর্যটকদের মারল জঙ্গিরা? উত্তর দিয়েছে তারা নিজেই।
বিস্তারিত পড়ুন: কাশ্মীরে কোনওদিন হাত পড়েনি পর্যটকদের উপরে, এবারই কেন নিশানায় তারা? উত্তর দিল জঙ্গিরাই
বেছে বেছে হিন্দুদেরই হত্যা করেছে জঙ্গিরা। জঙ্গি হানার এই খবর শুনেই সৌদি সফরে কাটছাঁট করে ভারতে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশপথের উপর দিয়েও এলেন না।
বিস্তারিত পড়ুন: কাশ্মীরে ঝরেছে হিন্দু রক্ত, পাকিস্তানের আকাশপথ ত্যাগ করলেন মোদী
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের পরিজনদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন শ্রীনগরে শাহকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মৃতদের পরিজনরা। তাঁদের সমবেদনা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গিরা কোনওভাবে ছাড়া পাবে না বলে আশ্বাস দিলেন। শাহর সঙ্গে ছিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা।
পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে বেহালার সমীর গুহের। বেহালার সখেরবাজারের বাসিন্দা। মেয়ের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরই প্ল্যান করে ছিলেন কাশ্মীর ঘুরতে যাওয়ার। গত ১৬ তারিখ স্ত্রী ও মেয়েকে নিয়ে কাশ্মীর ঘুরতে যান সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ। পহেলগাঁওতে জঙ্গি হামলার নিহত তিনি। স্ত্রী-মেয়ের সামনেই অভিশপ্ত সেই রিসর্টের ভিতরে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান সমীর গুহ।
বিস্তারিত পড়ুন: ‘রাত তখন তিনটে, ফোনটা আসে!’ স্ত্রী-সন্তানের সামনেই জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন বেহালার সমীর গুহ!
পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে দিল্লি বিমানবন্দরে পা রাখেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বিদেশ সচিব বিক্রম মিশ্রি। দিল্লি বিমানবন্দরে তিন জনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তাঁদের কাছ থেকে জঙ্গ হামলার বিষয়ে সম্পূর্ণ খোঁজখবর নেন।
পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার বার্তা দেন ট্রাম্প। এক্স হ্যান্ডলে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানিয়েছেন।
পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার খবর পাওয়ার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি খতিয়ে দেখতে কাশ্মীর যাওয়ার বার্তা দিয়েছিলেন। এবার প্রধানমন্ত্রী তাঁর সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরে আসলেন। বুধবার ভোরে জেড্ডা থেকে রওনা দেন তিনি। সকালে দিল্লি বিমানবন্দরে পৌঁছন। আজই মন্ত্রিসভার বৈঠক হতে পারে বলে সূত্রের খবর।
বিয়ের ‘বয়স’ মাত্র ছ’দিন। হানিমুনে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন কাশ্মীর। প্রথমটা সব ঠিকই ছিল। কিন্তু তারপরই….। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ভারতীয় নৌসেনার এক অফিসারের মৃত্যু। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, কর্মসূত্রে কেরলের কোচিতে থাকতেন ওই নৌসেনা অফিসার। ছুটিতে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই এই সন্ত্রাসবাদী হামলা। আর তাতেই মৃত্যু হয় তাঁর।
বিস্তারিত পড়ুন: Pahalgam Terrorist Attack: ৬ দিন আগেই হয়েছিল বিয়ে, নৌসেনার অফিসার ও তাঁর স্ত্রীকে গুলি করে মারল জঙ্গিরা
কাশ্মিরে জঙ্গি হামলায় শোক জ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
My heart goes out to the families of the victims of the devastating terrorist attack on the tourists in Jammu and Kashmir today.
One of the victims, Sri Bitan Adhikari, is from West Bengal. I have talked with his wife over phone. Though no words are enough to console her in…
— Mamata Banerjee (@MamataOfficial) April 22, 2025
Today’s terror attack in Jammu & Kashmir is not only unfortunate and horrifying but it must serve as a clarion call for the GoI.
This is the same government that claimed demonetisation would end black money and terror funding and that the abrogation of Article 370 would bring…
— Abhishek Banerjee (@abhishekaitc) April 22, 2025
This is the moment when terrorists opened fire at innocent tourists in Pahalgam of South Kashmir. 28 innocents killed till now and 12 injured. pic.twitter.com/Pao7SvIDpv
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) April 22, 2025
কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে মৃত্যু বাঙালি পর্যটকের। কলকাতার পাটুলির বাসিন্দা তিনি। স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন কাশ্মীর বেড়াতে। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি। খবর পেয়েই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।মৃতের নাম বিতান অধিকারী। তিনি টলিগঞ্জের বৈ স্ত্রী ও সন্তানকে নিয়ে গিয়েছিলেন কাশ্মীরে। এ দিন পহেলগাঁওয়ে হামলার সময় জঙ্গিরা ছাড়েনি তাঁকেও।
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর শিরোনামে দ্য রেসিডেন্ট ফ্রন্ট। পহেলগাঁও সন্ত্রাসী হামলার দায়ও স্বীকার করেছে তাঁরা। টিআরএফ নামে পরিচিত এই সংগঠন হামলার দায় নিয়ে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে কাশ্মীরে অবৈধভাবে বসতি গড়তে চাইলে উপত্যকায় এই ধরনের হামলা চলতেই থাকবে। ২০১৯ সালে গঠিত টিআরএফ অতীতেও সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত। কী ভাবে তৈরি হল এই দল? এঁরা কারা?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলা। খবর পেয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সৌদি আরবে রয়েছেন তিনি। সেখান থেকে ফোনে শাহর কাছ থেকে খোঁজখবর নিলেন। পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শ্রীনগরে যাওয়ার বার্তা দেন মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিলেন, জঙ্গিদের কোনওভাবেই ছাড়া হবে না। শাহর সঙ্গে ফোনে কথা বলার পর হামলার নিন্দা করে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীও জানিয়েছেন, হামলাকারীদের কোনওভাবেই ছাড়া হবে না।
কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী জঙ্গি হামলা। খোলা হল পুলিশ কন্ট্রোল রুম। প্রয়োজনে সাহায্যের জন্য নিম্নলিখিত নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবেন সকলে
খোলা হল কন্ট্রোল রুম
খুন করা হয় এই ব্যক্তিকে
স্বামী-সন্তানকে সঙ্গে নিয়ে কর্নাটক থেকে কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল। কিন্তু আনন্দ যে এভাবে বিভীষিকায় পরিণত হবে ভেবেও উঠতে পারেননি। চোখের সামনেই জঙ্গিরা গুলি করে মেরে ফেলল স্বামীকে। দুঃখ, যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে মহিলা যখন বললেন তাঁকেও মেরে ফেলতে তখন জঙ্গিরা উত্তর দিল, ‘তোমায় মারব না..বলে দাও মোদীকে।’
বিস্তারিত পড়ুন: Pahalgam Tourist Attack: ‘তোমায় মারব না, যাও গিয়ে মোদীকে সেটা বলে দাও’, স্বামীকে গুলি করার পর মহিলাকে বলল জঙ্গিরা
আনুষ্ঠানিকভাবে এখনও মৃতের সংখ্যা না জেনে গেলেও বিকেল অবধি খবর ছিল নিহত ১। তবে সন্ধে বাড়তেই বিভিন্ন সূত্রের খবর সেই সংখ্যা আর বেশি হয়ে থাকতে পারে। সূত্রের খবর অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা বাকিরা পর্যটক। ওই সময় ওই স্থানে প্রায় ৩০০-৪০০ লোক উপস্থিত ছিল। স্থানীয় সূত্রে খবর, জঙ্গিরা এসে প্রথমে পর্যটকদের নাম এবং পরিচয় জানতে চান। এমনকি আধার কার্ড দেখতে চায়।
বিস্তারিত পড়ুন: Pahalgam Tourist Attack: নাম জেনে জেনে চলল গুলি, কাশ্মীরের জঙ্গি হামলায় মৃত বেড়ে ২৭
কীভাবে হল অ্যাটাক?
ভরা মরশুম। গোটা দেশ এমনকী বিদেশ থেকেও প্রচুর পর্যটক পৌঁছয় জম্মু-কাশ্মীরে। মঙ্গলবার সেই কাশ্মীরকেই ‘টার্গেট’ করেছিল জঙ্গিরা। পহেলগাঁওয়ে পরপর গুলি চালায় তারা পর্যটকদের উপর।
বিস্তারিত পড়ুন: Pahalgam terror attack: পর্যটক সেজে এসেছিল ওরা, তারপরই পাহাড়ের উপর থেকে টার্গেট করে করে গুলি, কীভাবে হামলার ছক কষেছিল কাশ্মীরে? জানুন
কান্নায় ভেঙে পড়েছেন পর্যটকরা
শ্রীনগর: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর একটি ভিডিয়ো সামনে এসেছে। যেখানে পর্যটকদের কান্না, বাঁচানোর জন্য আর্তি শোনা যাচ্ছে। স্বামীকে বাঁচানোর জন্য স্ত্রীর আকুতির ছবি ধরা পড়েছে ভিডিয়োয়। কীভাবে জঙ্গিরা এসে পর্যটকদের উপর হামলা চালাল, সেকথাও জানালেন তাঁরা।
কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার দায় স্বীকার করল পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসী সংগঠন ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটন কেন্দ্র পহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১ পর্যটকের। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন। সূত্রের খবর আহত হয়েছেন অন্তত ২০ জন। যদিও এই বিষয়ে সরকারি ভাবে এখনও কোনও সংখ্যা জানানো হয়নি, তবে সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন অনুসারে মৃতের সংখ্যা অন্তত ৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্তারিত পড়ুন: Pahalgam Tourist Attack: ‘অবৈধভাবে বসতি গড়তে চাইলে হিংসা চলবে’ – সোশ্যাল মিডিয়ায় হামলার দায় স্বীকার করে হুমকি সন্ত্রাবাদী সংগঠনের