AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Monsoon Session 2023: ফোনে কি মিথ্যে বলছিলেন? সংসদ চত্বরে রাঘব চাড্ডাকে জোর ঠোক্কর কাকের

Raghav Chadha Crow: মণিপুরের হিংসা নিয়ে আলোচনার দাবি-পাল্টা দাবিতে প্রায় বিনা কাজেই নষ্ট হয়েছে সংসদের বাদল অধিবেশনের প্রথম তিন দিন। এই নিয়ে শাসক দল বিজেপি এবং বিরোধী দলগুলির নবগঠিত জোট, 'ইন্ডিয়া'র দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি সংসদে। এই উত্তেজনার মধ্য়েই এক ঝলক হাসি উপহার দিলেন আম আদমি পার্টির নেতা তথা রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা।

Monsoon Session 2023: ফোনে কি মিথ্যে বলছিলেন? সংসদ চত্বরে রাঘব চাড্ডাকে জোর ঠোক্কর কাকের
সংসদ চত্বরে ঠোক্কর খেলেন আপ সাংসদImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 5:07 PM
Share

নয়া দিল্লি: কেউ বলিউডের হিট গানের পঙক্তি ধার করে বলছেন, ‘ঝুট বোলে কৌয়া কাটে’। কেউ বলছেন, ‘গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ’। কেউ আবার বলছেন, সংসদ চত্বরে একটি কাকও তার রাজনৈতিক মতামত প্রকাশ করল। মণিপুরের হিংসা নিয়ে আলোচনার দাবি-পাল্টা দাবিতে প্রায় বিনা কাজেই নষ্ট হয়েছে সংসদের বাদল অধিবেশনের প্রথম তিন দিন। এই নিয়ে শাসক দল বিজেপি এবং বিরোধী দলগুলির নবগঠিত জোট, ‘ইন্ডিয়া’র দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি সংসদে। এই উত্তেজনার মধ্য়েই এক ঝলক হাসি উপহার দিলেন আম আদমি পার্টির নেতা তথা রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। সংসদ চত্বরে একটি কাক ঠুকরে দিল তাঁর মাথায়। আর এই ঘটনা নিয়ে রসিকতা করতে ছাড়ল না বিজেপি। তবে, কাকের ঠোক্করে দেশের তরুণতম সাংসদের কোনও চোট লাগেনি বলেই জানা গিয়েছে।

মজাদার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। ওই দিন মণিপুর নিয়ে আলোচনার দাবিতে বারে বারে বিঘ্ন ঘটেছিল সংসদের কার্যক্রমে। একাধিকবার স্থগিত রাখতে হয় সংসদীয় কার্যক্রম। এরই মধ্যে, একগুচ্ছ ফাইল হাতে নিয়ে, মোবাইলে কথা বলতে বলতে সংসদ ভবনের বাইরে বেরিয়ে আসেন রাঘব চাড্ডা। ফোনে কথা বলতে ব্যস্ত আপ সাংসদ লক্ষ্যই করেননি, তাঁর পিছন থেকে একটি কাক উড়ে আসছে। আচমকা কাকটি তাঁর মাথায় ঠুকরে দিয়ে উড়ে যায়। কাকের ঠোক্করে মাথা নীচু করে নেন রাঘব। সংসদ ভবনের বাইরে সাংসদদের ছবি তোলার জন্য তৈরি থাকেন সাংবাদিকরা। সংবাদ সংস্থা পিটিআই-এর এক চিত্র সাংবাদিকের ক্যামেরায়, চারটি ছবিতে এই ঘটনার দৃশ্য নিখুঁতভাবে বন্দি হয়েছে।

পিটিআই চিত্রগ্রাহকের তোলা ছবি

তার মধ্যে তিনটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবি তিনটি কোলাজ করে টুইট করেছে বিজেপির দিল্লি শাখা। প্রথম ছবিতে, রাঘব চাড্ডাকে ফোন কলে মগ্ন থাকতে দেখা যায়। আপাতদৃষ্টিতে, তাঁর পিছনে যে কাকটি উড়ে আসছে, সেই সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না। পরের ছবিটিতে দেখা যাচ্ছে, কাকটি আপ সাংসদের মাথায় ঠোকরাত উদ্যত। তৃতীয় ছবিতে, রাঘব চাড্ডার অভিব্যক্তিই সব কথা বলে দিচ্ছে। এই ছবি পোস্ট করে দিল্লি বিজেপি রাঘব চাড্ডাকে কটাক্ষ করে বলেছে, “ঝুঠ বোলে কৌয়া কাটে। আজ পর্যন্ত আমরা শুধু শুনেছিলাম। কিন্তু, কাক মিথ্যাবাদীকে ঠোকরাচ্ছে, আজ দেখলামও।” রসিকতা করেছেন চণ্ডীগড় বিজেপির সভাপতি তাজিন্দর সিং স্রানও। তিনি টুইট করেছেন, “কাক মিথ্যাবাদীদের ঠোকরায়, কিন্তু আপ নেতাদের লজ্জা নেই।”

তবে শুধু বিজেপিই নয়, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও রাঘব চাড্ডার এই ছবি নিয়ে মজা করতে ছাড়েননি। এক ব্যক্তি জানিয়েছেন, ঘটনার সময় ফোনে রাঘব চাড্ডা নিশ্চয়ই কোনও মিথ্যা কথা বলছিলেন। কেউ বলেছেন, অরবিন্দ কেজরীবাল এবং তাঁর দলের সদস্যরা কত মিথ্যা বলেন, এটাই তার প্রমাণ। একজন লিখেছেন, “বিহারে বলা হয়, যে ব্যক্তির মাথায় কাক বসে, তার স্ত্রী পালায়। রাঘব চাড্ডার কী হবে? পরিণীতি কি পালিয়ে যাবে?” কেউ বলেছেন, রাঘব চাড্ডার মিথ্যা ফাঁস করে দিয়েছে কাকটি। আবার একজন দাবি করেছেন, মাথায় কাক বসা মানে, এবার রাঘব চাড্ডার খারাপ সময় শুরু হবে। রাঘব চাড্ডার ছবিটি নিয়ে, এই ধরনের একের পর এক রসালো মন্তব্যে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।