AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Passport Seva 2.0: নয়া বিপ্লব, ই-পাসপোর্টে এবার থাকছে বিশেষ চিপ, কী সুবিধা হবে এতে?

e-Passport: এই নতুন প্রক্রিয়ায় আবেদনকারী তাদের আইসিএও (International Civil Aviation Organisation)-র ফোটোগ্রাফ, স্বাক্ষর ও প্রয়োজনীয় ডকুমেন্ট পাসপোর্ট সেবা পোর্টালের মাধ্যমেই আপলোড করতে পারবেন। আন্তর্জাতিক সেন্টারে গিয়ে আবেদনের ক্ষেত্রে যে সময় লাগত, তা এই অনলাইন প্রক্রিয়ায় অনেকটাই কমে যাবে। 

Passport Seva 2.0: নয়া বিপ্লব, ই-পাসপোর্টে এবার থাকছে বিশেষ চিপ, কী সুবিধা হবে এতে?
প্রতীকী চিত্র।Image Credit: X
| Updated on: Oct 29, 2025 | 2:32 PM
Share

নয়া দিল্লি: শুরু হচ্ছে গ্লোবাল পাসপোর্ট সেবা প্রোগ্রাম। দুবাইয়ে ভারতের কনসুলেট জেনারেলের তরফে এই ঘোষণা করা হয়েছে। ২৮ অক্টোবর থেকে এই পাসপোর্ট পরিষেবা শুরু হয়েছে। ই-পাসপোর্টের (e-Passport) নতুন আপগ্রেড ভার্সনে থাকবে এমবেডেড চিপ (Embedded Chip)। কী সুবিধা পাবেন এতে?

ই-পাসপোর্টের নতুন এই পরিষেবায় পাসপোর্ট সেবা প্রোগ্রাম পোর্টালের মাধ্যমে তথ্য আপলোড করা যাবে। আবেদনে যদি কোনও ভুল থাকে, তাও সংশোধন করা যাবে পোর্টালের মাধ্যমেই। ই-পাসপোর্টে থাকবে একটি বিশেষ চিপ, যাতে পাসপোর্ট হোল্ডার অর্থাৎ পাসপোর্ট ব্যবহারকারীর  যাবতীয় তথ্য ডিজিটাল ডেটা হিসাবে থাকবে। এর ফলে ইমিগ্রেশনের সময় বেশি সময় লাগবে না।

এই নতুন প্রক্রিয়ায় আবেদনকারী তাদের আইসিএও (International Civil Aviation Organisation)-র ফোটোগ্রাফ, স্বাক্ষর ও প্রয়োজনীয় ডকুমেন্ট পাসপোর্ট সেবা পোর্টালের মাধ্যমেই আপলোড করতে পারবেন। আন্তর্জাতিক সেন্টারে গিয়ে আবেদনের ক্ষেত্রে যে সময় লাগত, তা এই অনলাইন প্রক্রিয়ায় অনেকটাই কমে যাবে।

কীভাবে ই-পাসপোর্টের জন্য আবেদন করবেন?

  • প্রথমেই পোর্টালে গিয়ে রেজিস্টার নাও- অপশনে ক্লিক করুন।
  • এবার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে লগ ইন করুন রেজিস্টার্ড লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে।
  • এবার হোমপেজে দেখতে পাবেন ‘নিউ অ্যাপ্লিকেশন’ অপশন। সেখানে ক্লিক করুন।
  • ফর্ম পূরণ করে সাবমিট করুন এবং ফর্মের একটি প্রিন্টআউট বের করে নিন।
  • লিঙ্ক থেকেই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং সেই দিনে  বিএলএস সেন্টারে গিয়ে যথাযথ নথি সাবমিট করুন।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরশাহিতে অনাবাসীদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবথেকে বেশি। মোট জনসংখ্যার প্রায় ৩৫ শতাংশই  ভারতীয়। দূতাবাসের তথ্য অনুযায়ী, ৪৩ লক্ষ ভারতীয় বসবাস করেন সংযুক্ত আরব আমিরশাহিতে। অধিকাংশ ভারতীয়ই কর্মরত হলেও, ১০ শতাংশ পরিবার নির্ভরশীল। কেরল থেকে সবথেকে বেশি মানুষ সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন। এরপরে উত্তর প্রদেশ, বিহার, পঞ্জাব সহ অন্যান্য রাজ্য থেকেও বহু বাসিন্দা আরব আমিরশাহিতে থাকেন।