এক সপ্তাহের মধ্যে পঞ্চমবার দাম বাড়ল। সোমবার দেশজুড়ে পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম বেড়েছে। মহারাষ্ট্র রাজ্য এবং মধ্য প্রদেশে পেট্রোল ১০০ টাকা ছাড়াল। প্রতি লিটারে পেট্রোলের ছিল দাম ২৬ পয়সা এবং ডিজেলের দাম ৩৩ পয়সা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর ফের পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে।
দিল্লিতে এখন পেট্রোল প্রতি লিটারে ৯১.৫৩ টাকায় এবং ডিজেলের দাম প্রতি লিটারের দাম ৮২.০৬ টাকা। কিছুদিন আগে রাজস্থান ও মধ্য প্রদেশের কিছু জায়গায় পেট্রোলের দাম ১০০ টাকার রেকর্ড অতিক্রম করেছিল। সোমবার মহারাষ্ট্রের পার্বণী পেট্রোলের দাম বেড়েছে। পার্বণীতে পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ১০০.২০ টাকা, আর ভোপালে প্রতি লিটারে ৯৯.৫৫ টাকা ছিল।
রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় এক লিটারে ১০২.৪২ টাকা এবং মধ্য প্রদেশের অনুপপুরে ১০২.১২ টাকায় বিক্রি হত। তবে এ বছর দ্বিতীয়বার কোনও কোনও জায়গায় ১০০ টাকা লিটার প্রতি ছাড়িয়ে গিয়েছে। গত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই দাম বাড়তে শুরু করে।
রাজস্থান পেট্রোলের ওপরে সর্বাধিক মূল্যের ভ্যাট ধার্য করে, তারপরে মধ্য প্রদেশ। তবে গত এক সপ্তাহে দাম বেড়েছে অনেকটা। ২৪ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে পেট্রোলের দাম প্রতি লিটারে ১.১৪ টাকা এবং ডিজেলের দাম বেড়েছে ১.৩৩ টাকা।
তেল কোম্পানিগুলি ১৫ এপ্রিল পর্যন্ত পেট্রোল ডিজেলের দাম বাড়ায়নি। তবে পাঁচ রাজ্যে নির্বাচনের ফলাফলের পর ব্যাপক ভাবে দাম বাড়ে। ২৭ এপ্রিল থেকে দাম বৃদ্ধি পেয়েছে। এবার তেলের দাম ৭০ ইউএসডি মার্কিন ডলারের কাছাকাছি চলে গিয়েছে। পেট্রোলের খুচরো বিক্রয়মূল্যে কেন্দ্র ও রাজ্য সরকারকে কর দিতে হয় ৬০ শতাংশ এবং ডিজেলে ৫৪ শতাংশের বেশি। ইউনিয়ন সরকার লিটার প্রতি পেট্রোলের দামে ৩২.৯০ টাকা এবং ডিজেলে ৩১.৮০ টাকা শুল্ক ধার্য করেছে।
মুম্বইয়ে, সোমবার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৭.৮৬ টাকা। তার আগে ৯৭.৬১ টাকা। ডিজেলের দাম ৮৮.৮২ থেকে বেড়ে ৮৯.১৭ টাকা হয়েছে।