AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PK Meets Sonia : তিনদিনে দ্বিতীয়বার ১০ জনপথে পিকে, সনিয়ার সঙ্গে সাক্ষাতে কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে

PK Meets Sonia : তিনদিনে দ্বিতীয়বার সনিয়ার সঙ্গে বৈঠকে পিকে। এদিনই সনিয়া গান্ধী কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকও করেন। কংগ্রেসের তরফে আগেই দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল প্রশান্ত কিশোরকে।

PK Meets Sonia : তিনদিনে দ্বিতীয়বার ১০ জনপথে পিকে, সনিয়ার সঙ্গে সাক্ষাতে কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে
গ্রাফিক্স : টিভি৯ বাংলা
| Edited By: | Updated on: Apr 18, 2022 | 10:47 PM
Share

নয়া দিল্লি : সোমবার আবারও কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। গত তিন দিনে এই নিয়ে দ্বিতীয়বার সাক্ষাৎ হল সনিয়া-পিকের। এদিন ১০ জনপথের বাসভবন থেকে বৈঠক সেরে পিকের বেরিয়ে আসার ছবি প্রকাশ্যে এসেছে। একদিনের ব্যবধানে পুনরায় এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

সোমবার কংগ্রেসের কয়েকজন বর্ষীয়ান নেতার সঙ্গে বৈঠকে বসেন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী। এই বৈঠকে ২০২৪ এ কংগ্রেসের নির্বাচনী রূপরেখা নিয়ে প্রশান্ত কিশোরের পরামর্শ নিয়ে আলোচনা হওয়ার কথা জানা গিয়েছে সূত্র মারফত। এরই মধ্যে পিকের সঙ্গে সনিয়ার সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক কারবারি। শনিবারই দিল্লিতে কংগ্রেসের সভাপতি এবং অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর। তারপরই শুরু হয় জল্পনা।

সূত্রের খবর সেদিন বৈঠকে ২০২৪ এ কংগ্রেসের গেম প্ল্যান কী হওয়া উচিত তার কিছুটা আভাস দিয়েছেন পিকে। পিকে জানিয়েছেন মোট ৫৪৩ টি লোকসভা আসনের মধ্য়ে ৩৭০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত কংগ্রেসের। বাকি আসন অর্থাৎ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে জোট গঠন করে শরিক দলের জন্য সেই আসনগুলি ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন পিকে। এই পরামর্শে রাহুল গান্ধী সম্মতি জানিয়েছিলেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই বৈঠকের পর কংগ্রেসের বরিষ্ঠ নেতা জানিয়েছেন যে, প্রশান্ত কিশোরকে দলে যোগ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। দলে যোগ দিয়ে কংগ্রেসের জন্য নির্বাচনী রূপরেখা তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে। যদিও পিকে-র তরফে এখনও অবধি কোনও উত্তর পাওয়া যায়নি। এইবার একদিনের ব্যবধানে দুইবারের সাক্ষাতে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি কংগ্রেসে যোগ দিচ্ছেন পিকে?

আরও পড়ুন : Viral News : চালক পড়বেন নমাজ়, যাত্রার মাঝে আরোহীর কীর্তিতে ধন্য ধন্য নেটপাড়ায়