ফের ভয় বাড়াচ্ছে করোনা, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন নমো
মহারাষ্ট্র, মধ্য প্রদেশ তো বটেই দেশের আরও একাধিক রাজ্যে ক্রমবর্ধমান করোনা আক্রান্তের সংখ্য়া।
নয়া দিল্লি: মহারাষ্ট্র, মধ্য প্রদেশ তো বটেই দেশের আরও একাধিক রাজ্যে ক্রমবর্ধমান করোনা আক্রান্তের সংখ্য়া। সেই আবহে বাড়তি করোনা সংক্রমণের বিষয়ে কথা বলতে সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন নমো। সূত্রের খবর, বুধবার দুপুর সাড়ে ১২টার সময়ই হতে চলেছে বৈঠক।
বাড়তি করোনা সংক্রমণের জেরে ১৫ মার্চ সোমবার থেকে লকডাউন জারি হয়েছে মহারাষ্ট্রের নাগপুরে। ঠাকরে রাজ্যের একাধিক শহরে জারি হয়েছে নৈশ কার্ফু। পাশের রাজ্য মধ্য প্রদেশেও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বাড়তি করোনা সংক্রমণ রুখতে লকডাউনের পরিকল্পনা রয়েছে তাঁদের।
নাগাড়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ২৯১ জন। করোনা টিকায় অনুমোদনের হওয়ার পর কয়েক মাসে নিম্নমুখী ছিল করোনা সংক্রমণ কিন্তু পরবর্তীকালে টিকাকরণের পাশাপাশি বাড়তে শুরু করে করোনা আক্রান্তের সংখ্যাও। কিন্তু ফের সারা দেশে দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছেয এমতাবস্থায় বাড়তি করোনা সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর আগে মহারাষ্ট্র সরকার নাগপুরে লকডাউন ঘোষণা করার দিন করোনা বিশেষজ্ঞ দলের সদস্য ডঃ ভিকে পাল জানিয়েছিলেন, দেশ সেই জায়গায় পৌঁছে গিয়েছে, যেখানে ফের লকডাউনের পুরনো পথে হাঁটতে পারে। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠক ঘিরে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি সে দিনই কোনও বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র, এমনও জল্পনা দেখা দিয়েছে বিভিন্ন মহলে।
আরও পড়ুন: ইতি পড়বে অনুপ্রবেশে, চলতি বছরেই শেষ হবে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের কাজ