AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi in Mauritius: মরিশাসে মোদী, পেলেন সর্বোচ্চ সম্মান! দু’দিনের সফরে রয়েছে ঠাসা কর্মসূচি

PM Modi in Mauritius: জানা গিয়েছে, আগামি ১২ তারিখ অবধি সেই দেশেই থাকবেন তিনি। উদ্বোধন করবেন কমপক্ষে ২০টি প্রকল্প।

PM Modi in Mauritius: মরিশাসে মোদী, পেলেন সর্বোচ্চ সম্মান! দু'দিনের সফরে রয়েছে ঠাসা কর্মসূচি
মরিশাসে মোদীImage Credit: X
| Updated on: Mar 11, 2025 | 10:55 AM
Share

পোর্ট লুইস: মরিশাসে পা রাখলেন মোদী। মঙ্গলবার দু’দিনের সফরে পূর্ব আফ্রিকার ওই দ্বীপরাষ্ট্রে গেলেন তিনি। এই নিয়ে পঞ্চমবার মরিশাস সফরে প্রধানমন্ত্রী।

১৯৯৮ সালে প্রথমবার পূর্ব আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রে পা রেখেছিলেন নরেন্দ্র মোদী। তখন তিনি খাতায়-কলমে বিজেপির সর্বভারতীয় সভাপতি। প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৫ সালে প্রথমবার সেই দ্বীপরাষ্ট্রে কূটনৈতিক সফরে যান মোদী।

মঙ্গলবার সেদেশের বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নবীন রামগুলাম ও তাঁর গোটা মন্ত্রিসভা। পাশাপাশি, বিমানবন্দরেই ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত থাকতে দেখা যায় দ্বীপরাষ্ট্রের প্রধান বিচারপতিদেরও। ১২ই মার্চ সেদেশে পালিত হবে ৫৭তম জাতীয় দিবস। সেই অনুষ্ঠানেই বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

সংবাদসংস্থা সূত্রে খবর, মোদীকে দেখতেই গলা জড়িয়ে নেন মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম। তাঁকে অভ্যর্থনা জানাতে সেদেশের সর্বোচ্চ সম্মান ‘গার্ড অব অনার’-এ সম্মানিত করেন মরিশাসের প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, আগামি ১২ তারিখ অবধি সেই দেশেই থাকবেন তিনি। উদ্বোধন করবেন কমপক্ষে ২০টি প্রকল্প।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, মরিশাসের জাতীয় দিবস উপলক্ষে সেই দেশে সামরিক মহড়ায় যোগ দিতে চলেছে INS Imphal যুদ্ধতরী। সোমবারই সেটি পৌঁছে গিয়েছে ওই দ্বীপরাষ্ট্রে।