AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi in Varanasi: জেলাশাসকের থেকে বারাণসীর বন্যা পরিস্থিতির খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

PM Modi in Varanasi: সেখানে গঙ্গা গিলছে বেশ কিছু এলাকা। তীর উপচে স্থানীয় এলাকা পর্যন্ত চলে এসেছে জল। ঘরছাড়া বহু মানুষ। তার মধ্যে আবার অবিরাম বৃষ্টি।

PM Modi in Varanasi: জেলাশাসকের থেকে বারাণসীর বন্যা পরিস্থিতির খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী
বারাণসীতে প্রধানমন্ত্রীImage Credit: PTI
| Updated on: Aug 02, 2025 | 4:25 PM
Share

বারাণসী: শনিবার বারাণসী লোকসভা কেন্দ্রে সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বেশ কিছু সরকারি প্রকল্প উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রীকে দেখা গেল জেলাশাসকদের সঙ্গে সাক্ষাৎ করতে। এদিন মোদীর সঙ্গে একান্ত ভাবে দেখা করেন বারাণসীর জেলা শাসক ও ডিভিশনাল কমিশনার।

কী আলোচনা হল তাদের মধ্যে?

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, জেলাশাসকের থেকে বারাণসী বন্যা পরিস্থিতির খোঁজ নেন প্রধানমন্ত্রী। সেখানে গঙ্গা গিলছে বেশ কিছু এলাকা। তীর উপচে স্থানীয় এলাকা পর্যন্ত চলে এসেছে জল। ঘরছাড়া বহু মানুষ। তার মধ্যে আবার অবিরাম বৃষ্টি।

এই সব মিলিয়ে বারাণসী জেরবার জল-যন্ত্রণায়। আর সেই বারাণসীতেই শনিবার সফরে গেলেন প্রধানমন্ত্রী। নিজের কর্মসূচির পাশেই বন্যা কবলিত এলাকাগুলিতে বর্তমানে কী পরিস্থিতি তা নিয়ে খোঁজ নিতে দেখা যায় তাঁকে। পাশাপাশি, বন্যার জেরে দুস্থ মানুষদের ত্রাণ শিবিরে আনা হয়েছে কিনা সেই সংক্রান্ত খোঁজখবর নিতে দেখা যায় তাঁকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গার জল ইতিমধ্যেই তুলসি ঘাটের প্রায় মাথা অবধি পৌঁছে গিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আগেভাগেই ঘাটের পাশে নৌকা পরিষেবা সাময়িক ভাবে স্থগিত করেছে স্থানীয় প্রশাসন। সেন্ট্রাল ওয়াটার কমিশন জানিয়েছে, বর্তমানে ৬৯ মিটার উচ্চতা দিয়ে জল বইছে। বিপদসীমা ৭১ মিটার।

এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, সারাদিন আকাশে মেঘ জমে থাকবে। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভবনা রয়েছে।