PM Modi: ২৫ লক্ষ টাকার ফ্ল্যাট মিলবে দেড় লাখে! নতুন বছরে জনতাকে উপহার প্রধানমন্ত্রীর

Avra Chattopadhyay |

Jan 02, 2025 | 2:53 PM

PM Modi: প্রধানমন্ত্রীর এই যোজনার আওতায় প্রতিটি ফ্ল্যাট তৈরি করতে খরচ পড়েছে মোট ২৫ লক্ষ টাকা। কিন্তু, যোগ্য উপভোক্তারা এই ফ্ল্যাটগুলি পেয়ে যাবেন মাত্র দেড় লাখ টাকায়।

PM Modi: ২৫ লক্ষ টাকার ফ্ল্যাট মিলবে দেড় লাখে! নতুন বছরে জনতাকে উপহার প্রধানমন্ত্রীর
Image Credit source: PTI

Follow Us

নয়াদিল্লি: সাধারণের জন্য ঝুলি ভর্তি প্রকল্প নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন বছরে সাধারণের মাথার উপর ছাদ থেকে শুরু করে একাধিক শহর উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, এদিন দিল্লির অশোক বিহারে সদ্য নির্মিত সরকারি ফ্ল্যাটগুলির উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী। রাজধানীতে ঝুপড়ি সরিয়ে যোগ্য উপভোক্তাদের তুলে দেবেন এই সরকারি ফ্ল্যাটগুলির চাবি।

প্রধানমন্ত্রীর ঝুপড়ি পুনর্বাসনের এই উদ্যোগের আওতায় তৈরি হয়েছে ১ হাজার ৬৭৫টি সরকারি ফ্ল্যাট। এদিন, সেই আবাসনে গিয়ে সদ্য নির্মিত ফ্ল্যাটগুলির উদ্বোধন করবেন তিনি। চাবি ধরিয়ে দেওয়া যোগ্য উপভোক্তাদের হাতেও। প্রধানমন্ত্রীর এই যোজনার আওতায় প্রতিটি ফ্ল্যাট তৈরি করতে খরচ পড়েছে মোট ২৫ লক্ষ টাকা। কিন্তু, যোগ্য উপভোক্তারা এই ফ্ল্যাটগুলি পেয়ে যাবেন মাত্র দেড় লাখ টাকায়। এছাড়াও, আগামী পাঁচ বছরের রক্ষণাবেক্ষণের জন্য দিতে হবে মাত্র ৩০ হাজার টাকা।

এছাড়াও আর দু’টি শহর উন্নয়ন কেন্দ্রীক প্রকল্পে উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রথমটি নৌরজি নগরে তৈরি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আরেকটি হল সরোজিনী নগরে সরকারি কোয়ার্টার।

এই সরকারি কোয়ার্টার প্রকল্পের আওতায় থাকবে মোট ২৮টি টাওয়ার ও আড়াই হাজার ঘর। এই আবাসনে যথাযথ ব্যবস্থা থাকবে নিকাশি ও সৌরবিদ্যুৎয়ের। এছাড়াও, দ্বারকায় ৩০০ কোটি টাকা অফিস কমপ্লেক্স উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের জন্য ৬০০ কোটি টাকার মোট ৩টি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি।

Next Article