PM Modi on Ayushman Bharat : ‘আয়ুষ্মান ভারত প্রকল্পে বহু ক্যান্সার রোগী উপকৃত হয়েছেন’

PM Modi on Ayushman Bharat : এদিন সাতটি ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য বহু ক্যান্সার রোগী উপকৃত হয়েছেন।

PM Modi on Ayushman Bharat : 'আয়ুষ্মান ভারত প্রকল্পে বহু ক্যান্সার রোগী উপকৃত হয়েছেন'
এদিন সাতটি ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি সৌজন্যে : PTI)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2022 | 10:52 PM

ডিব্রুগড় : বৃহস্পতিবার একাধিক কর্মসূচি নিয়ে অসমে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের শিক্ষাক্ষেত্রকে মজবুত করতে একাধিক প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপনও করেন তিনি। এদিন অসমে ক্যান্সারের হাসপাতালের উদ্বোধনও করেন। উদ্বোধনের পর তিনি বলেছেন যে, কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্য়মে দেশের নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা মেলে। শুধু তাই নয়, এই প্রকল্পের মাধ্যমে ক্য়ান্সার রোগীরাও অনেক সাহায্য় পেয়েছেন বলে দাবি করলেন নমো।

আয়ুষ্মান প্রকল্পের আওতায় ক্যান্সারের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেছেন যে, এই প্রকল্প শুরু হওয়ার আগে বিপুল খরচের ভয়ে ক্যান্সারের রোগীরা চিকিৎসা না পেয়েই মারা যেতেন। তিনি এদিন বলেছেন, “ক্যান্সার শুধু অসম নয় উত্তর-পূর্বেও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের দরিদ্র, মধ্যবিত্ত পরিবারগুলো। কয়েক বছর আগে পর্যন্ত ক্যান্সারের চিকিৎসার জন্য রোগীদের বড় বড় শহরে যেতে হত।” তিনি অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন যে, একটা সময় ছিল যখন সাত বছরে একটি হাসপাতাল উদ্বোধন হলেও মানুষ তখন উদযাপন করত। কিন্তু এখন পরিস্থিতির বদল হয়েছে। তিনি বলছেন, “আমাকে বলা হয়েছে আরও তিনটি ক্যান্সার হাসপাতাল কয়েক মাসের মধ্যে আপনাদের পরিষেবা দেওয়ার জন্য তৈরি করা হবে।”

প্রধানমন্ত্রী মোদী স্বাস্থ্যক্ষেত্রে বিজেপি সরকারের এই প্রচেষ্টার প্রশংসাও করেন। উল্লেখ্য, মোদী শিল্পপতি রতন টাটার সঙ্গে সাতটি ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করেছেন ও সাতটি নতুন ক্যান্সার হাসপাতালের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এদিন ডিব্রুগড়, কোকরাঝড়, বরপেতা, দারাং, তেজপুর, লখিমপুর ও জোরহাটে এই হাসপাতালগুলোর উদ্বোধন করা হয়েছে। নতুন সাতটি ক্যান্সার হাসপাতাল তৈরি হবে ধুবড়ি, নলবাড়ি, গোয়ালপাড়া, নাগাঁও, শিবসাগর, তিনসুকিয়া ও গোলাঘাট।

আরও পড়ুন : Arindam Bagchi On Karachi Blast : ‘আলোচনার জন্য সন্ত্রাসমুক্ত আবহাওয়া চায় ভারত,’ করাচি বিস্ফোরণ নিয়ে নিন্দার সুর বাগচির কণ্ঠে

আরও পড়ুন : Rajnath Singh on Self Reliance : ‘ইউক্রেন সংঘাত বুঝিয়েছে স্বনির্ভরতার প্রয়োজনীয়তা,’ ফের আত্মনির্ভরতার পক্ষে সওয়াল রাজনাথের