নয়া দিল্লি: ‘মনে হচ্ছে আমার কার্যালয় চূড়ান্ত পরীক্ষায় পাশ করে গিয়েছে।’ বুধবার (২৭ ডিসেম্বর), সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাগ করে, এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কীসের পরীক্ষা? কারা নিল পরীক্ষা? পরীক্ষা নিয়েছে একদল স্কুল পড়ুয়া। ২৫ ডিসেম্বর বডদিনের আনন্দের দিনে, এই শিশুদের সামনে এসেছিল এক দুর্দান্ত সুযোগ – প্রধানমন্ত্রীর বাসভবন ঘুরে দেখার। আসলে, বড়দিনের উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর সরকারি বাসভবন, ৭ লোক কল্যাণ মার্গে, এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। খ্রিষ্টান সম্প্রদায়ের বহু বিশিষ্ট মানুষ সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই অনুষ্ঠানে ক্রিসমাস ক্যারল গেয়েছিল কয়েকজন স্কুল পড়ূয়া। তাদেরকেই, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ঘুরে দেখার এক অনন্য সুযোগ করে দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী।
এদিন, ওই শিশুদের তাঁর সরকারি বাসভবন ঘুরে দেখার এক ভিডিয়ো শেয়ার করে, প্রধানমন্ত্রী লিখেছেন, “অনুসন্ধিৎসু তরুণ মনগুলির জন্য, ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবন পরিদর্শন করাটা এক বিস্ময়কর অভিজ্ঞতা ছিল। মনে হচ্ছে, আমার কার্যালয় এই চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শিশুদের এই কার্যালয় পছন্দ হয়েছে!” প্রধানমন্ত্রীর ভাগ করে নেওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, শিশুরা তাঁর বাসভবনঘুরে দেখার আগে, ক্রিসমাস উদযাপনের অনুষ্ঠানস্থলেই তাঁদের সঙ্গে এক টেবিলে বসে কথা বলছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী তাঁদের জিজ্ঞেস করেন, তারা কি কখনও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে যাওয়ার সুযোগ পেয়েছে? সমস্বরে শিশুরা জানায়, ‘না’, সেই সুযোগ তাদের হয়নি। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে তাঁদের জানান, তাঁর কার্যালয়ের লোকজনই তাদের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ঘুরিয়ে দেখাবে।
Curious young minds traversing across 7, LKM clearly made for a great experience. Seems my office passed the ultimate test – they gave it a thumbs up! pic.twitter.com/Eampc8jlHq
— Narendra Modi (@narendramodi) December 27, 2023
ভিডিয়োর পরবর্তী অংশে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখছে ওই স্কুল পড়ুয়ারা। তারা, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভিডিয়ো কনফারেন্সের কক্ষ, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের কক্ষের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলি ঘুরে দেখে। প্রধানমন্ত্রীর কার্যলয়ের সাজসজ্জা দেখে তারা বিস্ময় চাপতে পারেনি। ক্রিসমাসের দিন, প্রধানমন্ত্রী বাড়ি ঘুরে দেখার মতো অনন্য সুযোগ পাওয়ার আনন্দ লেগে ছিল তাদের চোখে-মুখে। সফর শেষে এক ছাত্রী বলেছে, ‘সকলে খুব খুশি। এটি আমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ ছিল। আশা করি, আগামী দিনে, এই রকম আরও অনেক সুযোগ আসবে।’ আরেক ছাত্রী বলেছে, “আমরা আগে এই ধরনের সুযোগ পাইনি। তাই সকলেই খুব উত্তেজিত ছিলাম। এর জন্য আমি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাতে চাই।”