চেন্নাই: চেন্নাইয়ে গ্যাস লিক! মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে, উত্তর চেন্নাইয়ের এন্নোরে একটি সার উত্পাদন কারখানা সংলগ্ন এলাকায়, অনেকেই আচমকা শ্বাসকষ্ট ও অন্যান্য অস্বস্তি অনুভব করেছিলেন। কারও বমি-বমি ভাব হয়, বমি হয়, কেউ কেউ সংজ্ঞাও হারিয়েছিলেন। যার জেরে অন্তত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। পরে জানা যায়, রাত পৌনে বারোটা নাগাদ করোমন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি পাইপ ফুটো হয়ে গিয়ে বাতাসে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছিল। আর ওই ঝাঁঝালো গ্যাসের জেরেই অসুস্থ হয়ে পড়েন বহু এলাকাবাসী। তবে বুধবার দুপুরের মধ্যেই পাইপের ওই ত্রুটি মেরানমত করে নেওয়া হয়েছে এবং সার কারখানাটিতে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে বলে জানিয়েছে করোমন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড।
তামিলনাড়ুর পরিবেশ ও বন বিভাগ জানিয়েছে, অ্যামোনিয়া গ্যাস লিকের ফলে মঙ্গলবার রাতে এন্নোর বিস্তীর্ণ এলাকায় তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়েছিল। করোমন্ডেল ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রেসিডেন্ট তথা ম্যানুফ্যাকচারিং এবং সাপ্লাই চেইনের প্রধান, আমির আলভি জানিয়েছেন, রুটিন পরীক্ষার সময় অ্যামোনিয়া আনলোডিং পাইপে ওই ফুটো ধরা পড়েছিল। তবে, পাইপটি কারখানা চত্বরের বাইরে ছিল বলে দাবি করেছেন তিনি। সেই সময় পাইপলাইনের প্রি-কুলিং অপারেশন চলছিল। পরিবেশ ও বন বিভাগের কর্তারা জানিয়েছেন, কারখানার কর্মীরা হঠাৎ দেখেছিলেন, পাইপলাইনের চাপ অনেকটা কমে গিয়েছে। একই সঙ্গে একটা তীব্র ঝাঁঝালো গন্ধও আসছিল। অবিলম্বে গোটা পাইপলাইনটি পরীক্ষা করা হয়। দেখা যায়, এক জায়গায় পাইপলাইন থেকে গ্যাসের বুদবুদ বের হচ্ছে।
எண்ணூர் இன்னொரு போபால் ஆகாமல் இருந்தால் நல்லது.
சமீபத்தில் தான் அந்த படம் கூட பார்த்தேன் நடிகர் R Madhavan நடித்துள்ளார் 😔#Ennore_GasLeak #Ennore_GasLeak pic.twitter.com/zwnK3bGa1T— பட்டினத்தார் (@pattinatthar7) December 27, 2023
ওই ফুটো ধরা পড়ার পরই, অ্যামোনিয়ার পাইপকে কারখানার সিস্টেম থেকে বিচ্ছিন্ন করা হয়। তারপর দ্রুততার সঙ্গে মেরামতের কাজ করে, স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের মধ্যে যারা অসুস্থ হয়ে পড়েছিলেন, তাঁরা সকলেই নিরাপদে আছেন বলেও জানিয়েছেন তিনি। ফুটো ধরা পড়ার পর, পরিবেশ ও বন বিভাগকেও খবর দেওয়া হয়েছিল। বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব, সুপ্রিয় সাহু জানিয়েছেন. ভোর সোয়া দুটোর মধ্যে বিভাগের বেশ কয়েকজন পদস্থ কর্তা ঘটনাস্থলে পৌঁছেছিলেন।
@CMOTamilnadu sir why are you so aloof in handling the situation in Ennore? Why no control or monitor of industries located there? Why so much environmental disaster? Sir don’t you think the lives of the poor and marginalised people matter ? Should we all die sir? Let us know. pic.twitter.com/2F8Goj4ivK
— Shalin Maria Lawrence (@TheBluePen25) December 27, 2023
এদিকে, গ্যাস লিকের খবর ছড়িয়ে পড়তেই, গভীর রাতেই গোটা এন্নোর জুড়ে মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১৯৮৪ সালের ২ ডিসেম্বর রাতে, ভোপালের ইউনিয়ন কার্বাইড কারখানাতেও একইভাবে গ্যাস লিক হয়ে বিপর্যয় নেমে এসেছিল। সেই বিপর্যয়ের কথা আজও ভুলতে পারেনি দেশের মানুষ। তাই অ্যামোনিয়া গ্যাস লিকের খবর শুনেই, আতঙ্কিত বাসিন্দারা মুহূর্তের মধ্যে বাড়িঘর খালি করে অন্যত্র রালানোর চেষ্টা করেন। অনেকেই রাস্তায় জড়ো হয়ে প্রশাসনের কাছে সহায়তা চান। বুধবার সকালে অবশ্য চেন্নাই পুলিশের ডিআইজি, বিজয়কুমার আবাদি জানিয়েছেন, এন্নোরের বাতাসে আর কোনও বিষাক্ত গ্যাস উপস্থিত নেই। যারা ঘর ছেড়ে চলে পালিয়েছিলেন, তাঁরাও ধীরে ধীরে বাড়ি ফিরছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, এলাকায় মেডিক্যাল দল ও পুলিশের দল মজুত রাখা হয়েছে।