Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi in Nagpur: ‘আমি নয়, আমরা…’, নাগপুরে এসে বললেন নরেন্দ্র মোদী

PM Modi in Nagpur: শেষবার গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন RSS-এর সদর দফতরে হাজির হয়েছিলেন। তারপর কেটে গিয়েছে একটা যুগ। এর মধ্যে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী পদ অবধি সফর করেছেন তিনি। রবিবার RSS সদর দফতর থেকে ভাষণ দেন মোদী।

PM Modi in Nagpur: 'আমি নয়, আমরা...', নাগপুরে এসে বললেন নরেন্দ্র মোদী
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 30, 2025 | 3:52 PM

নাগপুর: ১২ বছর পর নাগপুরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কার্যালয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষবার গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন RSS-এর সদর দফতরে হাজির হয়েছিলেন। তারপর কেটে গিয়েছে একটা যুগ। এর মধ্যে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী পদ অবধি সফর করেছেন তিনি। রবিবার RSS সদর দফতর থেকে ভাষণ দেন মোদী।

  1. রবিবাসরীয়র ভাষণে মোদীর মুখে শোনা যায়, মায়ানমার ভূমিকম্পের প্রসঙ্গও। এদিন তিনি বলেন, ‘ওই দেশে ওরকম ভয়ঙ্কর একটা ভূমিকম্প হয়েছে। ভারত কিন্তু ওদের সাহায্য় করতে সবার আগে পৌঁছে গিয়েছে। একই ভাবে তুরস্কে যখন ভূমিকম্প এসেছিল। সেই সময় আমরাই সবার আগে পৌঁছে গিয়েছিলাম।’
  2. এরপরই পূর্বতন কংগ্রেস সরকারের উপর ইঙ্গিতে তোপ দেগে মোদী বলেন, ‘ইংরেজ সরকারে তৈরি আইন আমরা বদলে দিয়েছে। ভারত এতদিন যে দাসত্বের মধ্যে দিয়ে গিয়েছে। তা আমরা ভেঙে দিয়েছে। সংসদের সম্মুখে এখন রাজপথ নেই, কর্তব্যপথ রয়েছে। এমনকি, আমাদের নৌসেনার মধ্যে দাসত্বের একটা ছাপ ছিল। যা আমরা সরিয়ে দিয়েছি।’
  3. ‘যখন জীবনে অহম নয়, বয়ম। আমি নয়, আমরা নীতি পালন করা হবে। তখনই তা দেশজুড়ে তার প্রভাব দেখা যাবে।’, দাবি মোদীর।
  4. এরপরই মহাকুম্ভের প্রসঙ্গ টেনে মোদী বলেন, ‘যেখানে সেবা গ্রহণকারীরা রয়েছেন, সেখানেই স্বয়ংসেবক। মহাকুম্ভে দেখেছিলাম কীভাবে নেত্রকুম্ভ খুলে মানুষের সাহায্য করছে RSS। এটা সত্যিই প্রশংসাযোগ্য। আসলে স্বয়ংসেবকরা হলেন একজন অনুশাসিত সেনা।’
  5. ‘আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এমন একটা সংগঠন, যা সমাজের অন্তর্দৃষ্টি ও বাহ্যিক দৃষ্টির জন্য কাজ করছে। সঙ্ঘের আদর্শ একটাই, তা হল মানুষের সেবা। সে পাহাড় হোক বা জঙ্গল, কোনও সীমাই স্বয়ংসেবকদের মানুষের সেবা থেকে বিরত রাখতে পারবে না।’, দাবি মোদীর।
  6. RSS-এর প্রশংসায় মোদী বলেন, ‘সঙ্ঘের এই শতবর্ষের যাত্রা গৌরবময়। যে বীজ ১০০ বছর আগে বোপন করা হয়েছিল। তা আজ নিজেদের আদর্শের হাত ধরে আধুনিক ভারতের অক্ষয় বটবৃক্ষে পরিণত হয়েছে। যা আমাদের সংস্কৃতি, রাষ্ট্রীয় চেতনাকে একটা নিরন্তর প্রক্রিয়ার মাধ্যমে উজ্জ্বল করে তুলছে।’
  7. তাঁর আরও দাবি, ‘স্বাস্থ্য নিয়ে সরকারের নীতিটা খুব স্পষ্ট। দেশের কোনও গরিব মানুষকে যেন চিকিৎসার অভাবে প্রাণ ত্যাগ করতে না হয়, আমদের সরকারের নীতিটাই সেটা। আর এই নীতিতে আমাদের ক্রমাগত এগিয়ে নিয়ে যাচ্ছে আয়ুষ্মান ভারত।’
  8. পাশাপাশি, এই ভাষণপর্বে সঙ্ঘের চক্ষু চিকিৎসাকেন্দ্র মাধব নেত্রালয়ের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘লালকেল্লা থেকে আমি দেশের মানুষের জন্য স্বাস্থ্য ক্ষেত্রে যে বিকাশের কথা বলেছিলাম, সঙ্ঘের মাধব নেত্রালয় ঠিক সেই ভাবেই কাজ করছে।’
  9. এদিন নাগপুর কার্যালয়ে এসে সঙ্ঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার ও এম এস গোলওয়ালকরকে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। পাশাপাশি, অম্বেদকর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি দিতেও দেখা যায় তাঁকে। নিজের ভাষণের শুরুতে সেই কথা গুলোও তুলে ধরেন মোদী।
  10. ভাষণের শুরুতেই নাগপুর তথা মহারাষ্ট্রবাসীকে গুড়ি পাড়ওয়ার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি, সঙ্ঘের সদস্যদের শতবর্ষেরও শুভেচ্ছা জানান তিনি।

'পুলিশ নাকি পারমিশন দিয়েছে', বিস্ফোরণ নিয়ে বিস্ফোরক স্থানীয় মানুষ!
'পুলিশ নাকি পারমিশন দিয়েছে', বিস্ফোরণ নিয়ে বিস্ফোরক স্থানীয় মানুষ!
দুধেল গাই বলে প্রশ্রয় দেওয়া হচ্ছে: কার্তিক মহারাজ
দুধেল গাই বলে প্রশ্রয় দেওয়া হচ্ছে: কার্তিক মহারাজ
বাংলার মুখ্য়মন্ত্রী কার্তিক মহারাজ? কী বললেন তিনি?
বাংলার মুখ্য়মন্ত্রী কার্তিক মহারাজ? কী বললেন তিনি?
'ভারতবর্ষের সবথেকে সুরক্ষিত মুসলমানরা রয়েছেন উত্তরপ্রদেশে'
'ভারতবর্ষের সবথেকে সুরক্ষিত মুসলমানরা রয়েছেন উত্তরপ্রদেশে'
পড়ল বেঞ্চমার্ক সূচক, ৮৯২ পয়েন্ট পড়েছে বিএসই ব্যাঙ্কেক্স!
পড়ল বেঞ্চমার্ক সূচক, ৮৯২ পয়েন্ট পড়েছে বিএসই ব্যাঙ্কেক্স!
আইপিএলের ইতিহাসে দুই দামি প্লেয়ার ও ক্যাপ্টেনের লড়াই
আইপিএলের ইতিহাসে দুই দামি প্লেয়ার ও ক্যাপ্টেনের লড়াই
অরেঞ্জ আর্মির নতুন অস্ত্র 'ঝাঁসি দ্য পুত্তর' অনিকেত ভার্মা
অরেঞ্জ আর্মির নতুন অস্ত্র 'ঝাঁসি দ্য পুত্তর' অনিকেত ভার্মা
আইপিএলেও সুখের সময় ফিরছে হার্দিক পান্ডিয়ার?
আইপিএলেও সুখের সময় ফিরছে হার্দিক পান্ডিয়ার?
কমেন্ট্রি বক্সে 'কথার তুফান' তুলে সৌরভ-সানির পকেট কত টাকায় ভরে?
কমেন্ট্রি বক্সে 'কথার তুফান' তুলে সৌরভ-সানির পকেট কত টাকায় ভরে?
আসছে বিদেশি বিনিয়োগ, ৩১ হাজার কোটি টাকায় ঘুরে দাঁড়াচ্ছে ভারতের বাজার!
আসছে বিদেশি বিনিয়োগ, ৩১ হাজার কোটি টাকায় ঘুরে দাঁড়াচ্ছে ভারতের বাজার!