Narendra Modi: এই কারণেই সবাই মোদীকে বেছে নেন, ভিডিয়ো প্রকাশ করে জানাল বিজেপি
BJP: মোদী জমানার তৃতীয় টার্ম নিয়ে বেশ আত্মবিশ্বাসী বিজেপি শিবির। টার্গেট আরও বেশি আসন, আরও বড় জয়। আর এবার লোকসভা ভোটের আগে সেই মোদী ম্যাজিকেই ভরসা রাখছে পদ্ম শিবির। 'তিনি শুধু স্বপ্নই দেখান না, তিনি বাস্তবায়িত করে দেখান... তাই সবাই মোদীকে বেছে নেন', এই বার্তাটাই আম জনতার মনে আরও ভাল করে পৌঁছে দিতে চাইছে বিজেপি।
নয়া দিল্লি: ২০১৪ থেকে ২০২৪। মাঝে গোটা এক দশক। মোদীর ক্যারিশ্মার বিভিন্ন ঝলক দেখা গিয়েছে বিগত এক দশকে। এবার সামনে আরও একটা লোকসভা ভোট। মোদী জমানার তৃতীয় টার্ম নিয়ে বেশ আত্মবিশ্বাসী বিজেপি শিবির। টার্গেট আরও বেশি আসন, আরও বড় জয়। আর এবার লোকসভা ভোটের আগে সেই মোদী ম্যাজিকেই ভরসা রাখছে পদ্ম শিবির। ‘তিনি শুধু স্বপ্নই দেখান না, তিনি বাস্তবায়িত করে দেখান… তাই সবাই মোদীকে বেছে নেন’, এই বার্তাটাই আম জনতার মনে আরও ভাল করে পৌঁছে দিতে চাইছে বিজেপি।
মোদী জমানার যুগান্তকারী নীতিগুলিকে নিয়ে তৈরি করা হয়েছে ভিডিয়ো। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে শুরু করে জন ধন যোজনা, উজ্জ্বলা যোজনা, ইউপিআই ব্যবস্থা, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো বিভিন্ন জনমুখী উদ্যোগ, যা দুর্দান্ত সাফল্য পেয়েছে, সেগুলিকে তুলে ধরা হয়েছে। মঙ্গলবার বিজেপির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিয়োগুলি। বাংলা, ওড়িয়া, হিন্দি, অসমিয়া, কন্নড়, মালায়লাম, তামিল ও তেলুগু – মোট আটটি পৃথক ভাষায় তৈরি করা হয়েছে এই ভিডিয়োগুলি। প্রধানমন্ত্রী মোদীও নিজের এক্স হ্যান্ডেল থেকে এই ভিডিয়োগুলি রিপোস্ট করেছেন।
মুদ্রা যোজনা হল এক রূপান্তরকামী প্রয়াস , লক্ষ লক্ষ মানুষের ক্ষমতায়ন আর উদ্যোগ মূলক প্রচেষ্টা বিকাশের জন্যই। এক্ষেত্রে সমান উল্লেখযোগ্য হচ্ছে মহিলা , তফশীলী জাতি/ উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত সুবিধাপ্রাপকের বিপুল সংখ্যা। https://t.co/WK3B4vQBMd
— Narendra Modi (@narendramodi) February 6, 2024
‘মোদীর গ্যারান্টি’-কে হাতিয়ার করেই এবারের লোকসভা ভোটের জন্য জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপি। ভিডিয়োগুলির মাধ্যমে দেশের প্রতিটি কোণায় ঘরে ঘরে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে, ‘স্বপ্ন নয়, তিনি বাস্তবায়িত করে দেখান, তাই তো সবাই মোদীকেই বেছে নেন’। অন্তর্নিহিত বার্তা হল, প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে কীভাবে কোটি কোটি দেশবাসীর স্বপ্ন আজ বাস্তব রূপ পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ডিং হচ্ছে, ‘তবভি তো সব মোদী কো চুনতে হ্যায়’। বিজেপির এই নয়া প্রচার কর্মসূচির মাধ্যমে ‘অমৃত কালে’ মোদীর গ্যারান্টির কথা তুলে ধরা হয়েছে। আসন্ন লোকসভা ভোটের আগে বিজেপির এই প্রচার কর্মসূচি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করে দিয়েছে।