AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vande Bharat Express: বাংলা-সহ ১০টি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা, আরও এক ‘গ্যারান্টি’ প্রধানমন্ত্রী মোদীর

PM Narendra Modi: রেলের যাত্রীদের স্বাচ্ছন্দ্য দিতে ও রেলের বিকাশে গত ১০ বছরে ব্যাপক উন্নতি করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এপ্রসঙ্গে নাম না করে বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, "নরকের পরিস্থিতি থেকে ভারতীয় রেলকে টেনে তুলে আনতে যে ইচ্ছাশক্তির প্রয়োজন হয়, সেটা করে দেখিয়েছে আমাদের সরকার। এখন রেলের উন্নয়ন করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারগুলির মধ্যে অন্যতম। ২০১৪ সালের আগের তুলনায় আমাদের সরকার বাজেটে রেলের বরাদ্দ ৬ গুণ বাড়িয়েছে।"

Vande Bharat Express: বাংলা-সহ ১০টি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা, আরও এক 'গ্যারান্টি' প্রধানমন্ত্রী মোদীর
নতুন ১০টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
| Updated on: Mar 12, 2024 | 10:46 AM
Share

আহমেদাবাদ: ট্র্যাকে নামল আরও ১০টি বন্দে ভারত এক্সপ্রেস। মঙ্গলবার গুজরাটের আহমেদাবাদ থেকে ভিডিয়ো কনফারেন্সে ১০টি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। যার মধ্যে বাংলা পেয়েছে ১টি ট্রেন। কেবল বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা নয়, রেললাইন বিস্তার, রেলের পরিকাঠামো ও সংযোগ উন্নত করতে আরও কতকগুলি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এই উদ্বোধনী মঞ্চ থেকেই রেলের উন্নয়নে এদিন এক ‘গ্যারান্টি’ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রেলের যাত্রীদের স্বাচ্ছন্দ্য দিতে ও রেলের বিকাশে গত ১০ বছরে ব্যাপক উন্নতি করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এপ্রসঙ্গে নাম না করে বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, “নরকের পরিস্থিতি থেকে ভারতীয় রেলকে টেনে তুলে আনতে যে ইচ্ছাশক্তির প্রয়োজন হয়, সেটা করে দেখিয়েছে আমাদের সরকার। এখন রেলের উন্নয়ন করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারগুলির মধ্যে অন্যতম। ২০১৪ সালের আগের তুলনায় আমাদের সরকার বাজেটে রেলের বরাদ্দ ৬ গুণ বাড়িয়েছে।” এপ্রসঙ্গেই গ্যারান্টি দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ আমি গ্যারান্টি দিচ্ছি, আগামী ৫ বছরে ভারতীয় রেলের এমন কাজ দেখবেন, যা ওঁরা কল্পনাও করেনি।”

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ১০টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেছেন, সেগুলির মধ্যে রয়েছে- ১) আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল, ২) সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম, ৩) মহীসূর-ডা. এমজিআর সেন্ট্রাল (চেন্নাই), ৪) পটনা-লখনউ, ৫) এনজেপি-পটনা, ৬) পুরী-বিশাখাপত্তনম, ৭) লখনউ-দেরাদুন, ৮) কালবুর্গি-স্যর এম বিসবেসবারায়া টার্মিনাল বেঙ্গালুরু, ৯) রাঁচি-বারাণসী এবং খাজুরাহো-দিল্লি (নিজামুদ্দিন)।

এদিন কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেসের রুটও বাড়ান প্রধানমন্ত্রী মোদী। এগুলির মধ্যে রয়েছে- ১) আহমেদাবাদ-জামনগর বন্দে ভারতের রুট দ্বারকা পর্যন্ত বাড়ানো হয়, ২) আজমের-দিল্লি সরাই রহিলা বন্দে ভারতের রুট বাড়ানো হয় চণ্ডীগঢ় পর্যন্ত, ৩) গোরখপুর-লখনউ বন্দে ভারতের রুট বাড়ানো হয় প্রয়াগরাজ পর্যন্ত এবং ৪) তিরুবনন্তপুরম-কাসারগঢ় বন্দে ভারত এক্সপ্রেসের রুট বাড়ানো হয় ম্যাঙ্গালুরু পর্যন্ত।