Call Before You Dig: মাটি খুঁড়তে গিয়ে আর ক্ষতি হবে না জল-গ্যাস-বিদ্যুৎ বা টেলিকম লাইনের, অভিনব অ্যাপ উপহার মোদীর

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Mar 22, 2023 | 4:50 PM

Call Before You Dig app: মাটি খুঁড়তে গিয়ে অনেক সময়ই, মাটির তলা দিয়ে যাওয়া টেলিফোন বা ইন্টারনেটের লাইন, ইলেকট্রিকের তার বা জল বা গ্যাসের পাইপের ক্ষতি হয়। এই সমস্যার সমাধানে নতুন একটি অ্যাপ চালু করলেন প্রধানমন্ত্রী মোদী।

Call Before You Dig: মাটি খুঁড়তে গিয়ে আর ক্ষতি হবে না জল-গ্যাস-বিদ্যুৎ বা টেলিকম লাইনের, অভিনব অ্যাপ উপহার মোদীর
'কল বিফোর ইউ ডিগ' অ্যাপ চালু করলেন প্রধানমন্ত্রী

Follow Us

নয়া দিল্লি: ভারত এক উন্নয়নশীল দেশ। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে বহু পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। আর নির্মাণকাজের জন্য মাটি খননও আমাদের দেশে অত্যন্ত সাধারণ ঘটনা। মাটি খুঁড়তে গিয়ে অনেক সময়ই, মাটির তলা দিয়ে যাওয়া টেলিফোন বা ইন্টারনেটের লাইন, ইলেকট্রিকের তার বা জল বা গ্যাসের পাইপের ক্ষতি হয়। শুধুমাত্র টেলিকম সেক্টরেই প্রতি বছর ১০ লক্ষ তার ছেঁড়ার ঘটনা ঘটে। যার ফলে প্রায় ৩০০০ কোটি টাকার ক্ষতি হয়। তাই দীর্ঘদিন ধরেই মাটির তলায় থাকা পরিকাঠামো রক্ষার জন্য একটি কার্যকর সমাধানের খোঁজ চলছিল। বুধবার (২২ মার্চ), এই লক্ষ্য়েই ‘কল বিফোর ইউ ডিগ’ (বাংলা তর্জমা – খোঁড়ার আগে ফোন করুন) সিবিইউডি নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সরকারের টেলিকম বিভাগ এবং বাইস্যাগ-এন নামে এক সংস্থার যৌথ উদ্যোগে তৈরি এই অ্যাপ, দেশের টেলিকম সেক্টরের ৩৭ লক্ষ রুট কিলোমিটার দীর্ঘ অপটির্যাল ফাইবার পরিকাঠামোকে রক্ষার পাশাপাশি জল, গ্যাসের পাইপলাইন, বিদ্যুতের তারের মতো মাটির নীচে থাকা সমস্ত পরিকাঠামোগত সম্পদকে রক্ষা করবে বলে দাবি করা হচ্ছে।

কীভাবে কাজ করে এই অ্যাপ?

দেশের সমস্ত খনন কার্যক্রমে সমন্বয় সাধন করা এবং অপটিক্যাল ফাইবার কেবল, জলের পাইপলাইন, বৈদ্যুতিক তার, গ্যাস পাইপলাইনের মতো মাটির নীচে থাকা পরিকাঠামোগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করার লক্ষ্যেই এই অ্যাপ তৈরি করা হয়েছে। খননকারী সংস্থা এবং মাটির নীচে থাকা সম্পদগুলির মালিকদের মধ্যে যোগাযোগ স্থাপন করবে। এই সম্পদ মালিকদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে প্রস্তাবিত খনন কার্যকলাপ সম্পর্কে জানাবে খননকারীরা। ওই এলাকায় খনন শুরু করার আগেই সম্পদ মালিকদের কাছ থেকে মাটির নীচে কোথায় কোথায় কী পরিকাঠামো রয়েছে তার বিশদ তথ্য পেয়ে যাবে। দুই পক্ষই খননকার্যের প্রতিটি স্তরের আপডেট পেয়ে যাবে অ্যাপের মাধ্যমেই। খননকারী সংস্থা এবং মাটির নীচে থাকা সম্পদের মালিকরা এসএমএস, ইমেল এবং ইন-অ্যাপ বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্কবার্তা পাবেন। ‘ক্লিক টু কল’-অর্থাৎ এক ক্লিকেই অপর পক্ষকে ফোন করার সুবিধা পাবে। থাকছে একটি হেল্পডেস্ক নম্বরও। সিইউবিডি অ্যাপটি পিএম গতিশক্তি প্ল্যাটফর্মের সঙ্গেও একীভূত করা হবে। গতিশক্তি অ্যাপে যে ন্যাশনাল মাস্টার প্ল্যান রয়েছে, তা থেকে ভূগর্ভস্থ সম্পদগুলি সম্পর্কে বিশদ তথ্য পাওয়া যাবে। ইতিমধ্যেই ২৫০০০-এর বেশি ভূগর্ভস্থ সম্পদ মালিক এই অ্যাপে নাম নথিভুক্ত করেছেন।

প্রধানমন্ত্রী মোদী বারংবার যে ‘হোল অব গভর্নমেন্ট অ্যাপ্রোচ’ অর্থাৎ সরকারি বিভাগগুলির মধ্যে সমন্বয় সাধনের কথা বলেন, সেই দৃষ্টিভঙ্গী মেনেই এই অ্যাপ তৈরি করা হয়েছে। এদিন অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এই অ্যাপ ব্যবসায়িক ক্ষতি কমাবে এবং রাস্তা, টেলিকম, জল, গ্যাস এবং বিদ্যুতের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি অবিচ্ছিন্ন রেখে নাগরিকদের অসুবিধা কম করবে। প্রযুক্তিগত বিভাজন মেটানোর কথা বললে, তখন ভারতের কাছ থেকেই এটা আশা করা স্বাভাবিক।” এই অ্যাপের পাশপাশি এদিন প্রধানমন্ত্রী মোদী ‘ভারত ৬জি ভিশন ডকুমেন্ট’ এবং ৬জি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের টেস্ট বেড এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন-এর এরিয়া অফিস ও উদ্ভাবন কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Next Article