PM Modi meets LK Advani: ‘গুরু’-র বাড়িতে ‘শিষ্য’, আদবাণীকে জন্মদিনের শুভেচ্ছা মোদীর

Nov 08, 2024 | 10:04 PM

PM Modi meets LK Advani: নরেন্দ্র মোদীর রাজনৈতিক পথচলার ক্ষেত্রে আদবাণীর ভূমিকা অনস্বীকার্য। ১৯৮৭ সালে আরএসএস-র প্রচারক থেকে বিজেপিতে যোগ দেন মোদী। তারপর ধীরে ধীরে বিজেপিতে তাঁর উত্থান। ২০০১ সালে মোদীর গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার সময় তাঁকে সমর্থন জানিয়েছিলেন আদবাণী।

PM Modi meets LK Advani: গুরু-র বাড়িতে শিষ্য, আদবাণীকে জন্মদিনের শুভেচ্ছা মোদীর
লালকৃষ্ণ আদবাণীর বাড়িতে নরেন্দ্র মোদী

Follow Us

নয়াদিল্লি: তাঁকে রাজনৈতিক গুরু মানেন। সেই ‘গুরু’-র জন্মদিনে তাঁর বাড়িতে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘গুরু’ লালকৃষ্ণ আদবাণীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ‘শিষ্য’। প্রধানমন্ত্রী বললেন, দেশের সবচেয়ে শ্রদ্ধাশীল নেতাদের মধ্যে একজন আদবাণী। প্রবীণ এই বিজেপি নেতা দেশের উন্নয়নে কাজ করে গিয়েছেন বলে মোদী মন্তব্য করেন।

নরেন্দ্র মোদীর রাজনৈতিক পথচলার ক্ষেত্রে আদবাণীর ভূমিকা অনস্বীকার্য। ১৯৮৭ সালে আরএসএস-র প্রচারক থেকে বিজেপিতে যোগ দেন মোদী। তারপর ধীরে ধীরে বিজেপিতে তাঁর উত্থান। ২০০১ সালে মোদীর গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার সময় তাঁকে সমর্থন জানিয়েছিলেন আদবাণী। প্রবীণ নেতাকে রাজনৈতিক ‘গুরু’ মানেন মোদী। শুক্রবার সেই রাজনৈতিক ‘গুরু’-র ৯৭তম জন্মদিন। এদিন তাঁর বাড়িতে এসে আদবাণীর সঙ্গে দেখা করার পর প্রধানমন্ত্রী, এবছর আরও স্পেশাল, কারণ আদবাণীকে দেশের সেবার জন্য ভারতরত্ন সম্মান পেয়েছেন।

এই খবরটিও পড়ুন

শুধু প্রধানমন্ত্রী নন। এদিন লালকৃষ্ণ আদবাণীর বাড়িতে বিজেপির একাধিক নেতা যান। গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আদবাণীর বাড়ি যান। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সাইনিও এদিন লালকৃষ্ণ আদবাণীর বাড়িতে যান। প্রবীণ নেতাকে শুভেচ্ছা জানান।

Next Article