PM Narendra Modi: স্বচ্ছতা মিশনে ফুলেফেঁপে ওঠেছে সরকারের ভান্ডারও, উচ্ছ্বসিত মোদী

Nov 10, 2024 | 8:27 PM

PM Narendra Modi: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং এক্স হ্যান্ডলে স্বচ্ছ ভারত মিশনের ফলে সরকারের ঘরে কত কোটি টাকা ঢুকেছে, তার হিসেব দেন। স্ক্র্যাপ বিক্রি করে সরকার যে লাভবান হয়েছে, তা তিনি তুলে ধরেন। এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, "২০২১ সাল থেকে এই তিন বছরে স্ক্র্যাপ বিক্রি করে সরকারের ঘরে ২ হাজার ৩৬৪ কোটি টাকা ঢুকেছে।"

PM Narendra Modi: স্বচ্ছতা মিশনে ফুলেফেঁপে ওঠেছে সরকারের ভান্ডারও, উচ্ছ্বসিত মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Follow Us

নয়াদিল্লি: দশ বছর আগে দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন তিনি। আর শপথের কয়েকমাস পরই মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে স্বচ্ছ ভারত মিশন চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই স্বচ্ছ ভারত অভিযানে একদিকে যেমন দেশকে স্বচ্ছ করার মিশন রয়েছে, তেমনই সরকারের ভান্ডারও ফুলেফেঁপে উঠছে। স্বচ্ছতা মিশনে বিভিন্ন অফিসের স্ক্র্যাপ বিক্রি করেই কোটি কোটি টাকা ঢুকছে সরকারের ঘরে। এই নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী।

রবিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং এক্স হ্যান্ডলে স্বচ্ছ ভারত মিশনের ফলে সরকারের ঘরে কত কোটি টাকা ঢুকেছে, তার হিসেব দেন। স্ক্র্যাপ বিক্রি করে সরকার যে লাভবান হয়েছে, তা তিনি তুলে ধরেন। এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, “২০২১ সাল থেকে এই তিন বছরে স্ক্র্যাপ বিক্রি করে সরকারের ঘরে ২ হাজার ৩৬৪ কোটি টাকা ঢুকেছে। শুধুমাত্র চলতি বছরের ২ থেকে ৩১ অক্টোবর বিশেষ স্বচ্ছতা অভিযানে ৬৫০ কোটির বেশি টাকা রাজস্ব আয় হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জানান, স্বচ্ছতা মিশনে দেশের কোণায় কোণায় কয়েক লক্ষ অফিসে এই অভিযান চালানো হয়। অফিসের স্ক্র্যাপ বিক্রি করে সরকারের ঘরে যেমন রাজস্ব এসেছে। তেমনই অফিসে অনেকটা জায়গা ফাঁকাও হয়েছে। ফলে কর্মীরা আরও জায়গা পেয়েছেন কাজের জন্য।

জিতেন্দ্র সিংয়ের এই টুইট পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “প্রশংসনীয়। সবার মিলিত উদ্যোগের ফল পাওয়া গিয়েছে। স্বচ্ছতা মিশনের দুটি দিকই লাভবান হয়েছে। প্রথমত পরিচ্ছন্নতা আর দ্বিতীয়ত অর্থনীতি।”

 

Next Article