PM Narendra Modi: ‘এক ইঞ্চিও জমি ছাড়ব না’, সীমান্ত থেকে পাকিস্তানকে বার্তা প্রধানমন্ত্রী মোদীর

PM Modi on Diwali: ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই প্রতি বছরই মোদী দীপাবলি কাটান ভারতীয় সেনাদের সঙ্গে। দেশের বিভিন্ন প্রান্তের সীমান্তে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে সারা দিন কাটান। এই বছরে তিনি গুজরাটের কচ্ছে ভারত-পাকিস্তান সীমান্তে মোতায়েন সেনাদের সঙ্গে দেখা করেন, তাদের মিষ্টিমুখ করান।

PM Narendra Modi: 'এক ইঞ্চিও জমি ছাড়ব না', সীমান্ত থেকে পাকিস্তানকে বার্তা প্রধানমন্ত্রী মোদীর
সীমান্ত থেকে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Oct 31, 2024 | 7:06 PM

কচ্ছ: ১০ বছরের ধারা বজায় রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এ বছরও দীপাবলি ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে সেনাবাহিনীর সঙ্গেই কাটালেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকেই কড়া বার্তা দিলেন তিনি। বললেন, ভারতীয় ভূখণ্ডের এক ইঞ্চিও জমি ছাড়বে না সরকার।

২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই প্রতি বছরই মোদী দীপাবলি কাটান ভারতীয় সেনাদের সঙ্গে। দেশের বিভিন্ন প্রান্তের সীমান্তে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে সারা দিন কাটান। এই বছরে তিনি গুজরাটের কচ্ছে ভারত-পাকিস্তান সীমান্তে মোতায়েন সেনাদের সঙ্গে দেখা করেন, তাদের মিষ্টিমুখ করান।

সীমান্তে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী মোদী শত্রুদের কড়া বার্তা দিয়ে বলেন, “এই দেশে এমন সরকার রয়েছে, যারা দেশের এক ইঞ্চি জমিও বেহাত হতে দেবে না। একবিংশ শতাব্দীর চাহিদা মাথায় রেখেই আমরা আমাদের সেনা বাহিনী, নিরাপত্তা বাহিনীকে আধুনিক অস্ত্রশস্ত্রের রসদ জুগিয়ে চলেছি। বিশ্বের সবথেকে আধুনিক সেনাবাহিনীর মধ্যে অন্যতম করতে চাই আমাদের সেনাকে। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার জন্যই আমাদের এই প্রচেষ্টা।”

BSF জওয়ানদের মিষ্টিমুখ করালেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, “আজ ভারত নিজস্ব সাবমেরিন বানাচ্ছে। আমাদের তেজস যুদ্ধবিমান বায়ুসেনার আরও শক্তি বাড়িয়েছে। আজ ভারত অস্ত্র রফতানির জন্য় পরিচিত। বিশ্বের একাধিক দেশে প্রতিরক্ষা সামগ্রী রফতানি করছে আমাদের দেশ।”

এ দিন কচ্ছের লাকি নালার কাছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের মিষ্টিমুখ করান প্রধানমন্ত্রী। স্যর ক্রিক, যেখানে নজরদারি ও টহল অত্যন্ত কঠিন, সেখানে প্রতিনিয়ত নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে ধন্যবাদ জানান মোদী। তাদের কী সমস্যা রয়েছে, সে সম্পর্কেও জানতে চান প্রধানমন্ত্রী।