নয়া দিল্লি: সোমবার ৪ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত তেলঙ্গানা, তামিলনাড়ু, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বিহার সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যগুলিতে একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ৬ মার্চ পশ্চিমবঙ্গে কলকাতা মেট্রোর তিনটি রুটের উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। কলকাতা মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো সেকশন, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো সেকশন ও তারাতলা-মাঝেরহাট মেট্রোর উদ্বোধন করবেন তিনি। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি গঙ্গার নিচ দিয়ে যাবে মেট্রো। নদীর নিচে পরিবহণ টানেল দেশের মধ্যে এ রাজ্যেই প্রথম।
৪ মার্চ সকাল সাড়ে ১০টায় তেলঙ্গনার আদিলাবাদে ৫৬,০০০ কোটি টাকারও বেশি খরচের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মোদী। বিকাল সাড়ে ৩টেয় সাঙ্গারেড্ডিতে ৬,৮০০ কোটি টাকার বেশি খরচের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।
৫ মার্চ সকাল ১০টায় হায়দরাবাদে প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে সিভিল অ্যাভিয়েশন রিসার্চ অর্গাজানাইজেশন বা CARO–র। এরপর সকাল ১১টা নাগাদ তামিলনাড়ুর কালাপক্কমে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়েক্টারে কোর লোডিং দেখবেন তিনি। ভারতের পরমাণু শক্তি ক্ষেত্রে যা এক অনন্য নজির।
সেখান থেকে যাবেন ওড়িশায়। জাজপুরের চণ্ডীখোলেতে ১৯৬০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে। পরদিন অর্থাৎ ৬ মার্চ কলকাতায় যাবেন। এদিনই রওনা দেবেন বিহারে। মুজফ্ফরপুরের মোতিহারিতে মোতিহারি এলপিজি পাইপ লাইন এবং ইন্ডিয়ান অয়েলের এলপিজি বটলিং প্ল্যান্ট ও স্টোরেজ টার্মিনালেরও পথ চলা শুরু হবে নমোর হাত ধরে।