AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ডাবল ইঞ্জিনের’ সুফল মিলছে রাজ্যে! যোগীর ভূয়সী প্রশংসায় মোদী

PM Praises Yogi Adityanath: মঙ্গলবার আলিগড়ে আসেন প্রধানমন্ত্রী মোদী। বিরোধীদের কাঠগড়ায় তুলে তিনি বলেন, "একসময় দেশের উন্নয়নের নিরিখে অনেকটাই পিছিয়ে ছিল উত্তর প্রদেশ। এখন এই রাজ্যই দেশের উন্নয়নকে নেতৃত্ব দিচ্ছে।”

'ডাবল ইঞ্জিনের' সুফল মিলছে রাজ্যে! যোগীর ভূয়সী প্রশংসায় মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নেতৃত্বে তৈরি নতুন ভারতে নতুনভাবে উত্তর প্রদেশের উদ্ভব হয়েছে বলেই মনে করেন যোগী আদিত্যনাথ, ফাইল চিত্র
| Edited By: | Updated on: Sep 14, 2021 | 8:10 PM
Share

আলিগড়: যোগী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী। দেশকে উন্নয়নের পথ দেখাচ্ছে উত্তর প্রদেশ। ‘ডাবল ইঞ্জিনের’ সুফল মিলছে রাজ্যে। আর এই কাজে অগ্রনী ভূমিকা পালন করেছে যোগী সরকার।

মঙ্গলবার আলিগড়ে আসেন প্রধানমন্ত্রী মোদী। বিরোধীদের কাঠগড়ায় তুলে তিনি বলেন, “একসময় দেশের উন্নয়নের নিরিখে অনেকটাই পিছিয়ে ছিল উত্তর প্রদেশ। এখন এই রাজ্যই দেশের উন্নয়নকে নেতৃত্ব দিচ্ছে।” প্রধানমন্ত্রীর দাবি করেন, আগে গরিবদের জন্য কেন্দ্র কোনও প্রকল্প আনলে উত্তর প্রদেশে বাধা পেত। কিন্তু যোগী সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে।

পাশাপাশি বিনিয়োগ নিয়েও যোগী সরকারের প্রশংসা করেন মোদি। বলেন, “উত্তরপ্রদেশ এখন বিনিয়োগের জন্য প্রথম পছন্দ হয়ে উঠেছে। আর এই সমস্ত কিছুর জন্য যোগী সরকার ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ মন্ত্রকেই অনুসরণ করছে।” উত্তর প্রদেশ দিনে দিনে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের প্রিয় ক্ষেত্র হয়ে উঠেছে। আর সেটা সম্ভব হয়েছে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা গিয়েছে বলেই। প্রধানমন্ত্রীর কথায় আগে এই রাজ্যে চরমে ছিল দুর্নীতি। এখন যোগী সরকার সততার ও নিষ্ঠার সঙ্গে রাজ্যকে এগিয়ে নিয়ে চলেছে।

একই সঙ্গে আজ কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ শানালেন তিনি। কাঠগড়ায় তুললেন অখিলেশ সরকারকে। নাম না করে কংগ্রেসের উদ্দেশ্যে বলেন,” এটা দেশের দুর্ভাগ্য যে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকের নাম বিংশ শতাব্দীর বহু প্রজন্ম এখনও জানতে পারেননি। এই একবিংশ শতাব্দীতে এসে শোধরানো হচ্ছে সেই ভুল। যে দেশ আগে বিদেশ থেকে প্রতিরক্ষার সরঞ্জাম আমদানি করত এখন সেই দেশ এই অভ্যাস থেকে মুক্ত হয়ে নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে। এখন আলিগড় প্রতিরক্ষা উৎপাদনের কেন্দ্র হয়ে উঠছে। ইতিমধ্যেই ১২ প্রতিরক্ষা সংস্থা আলিগড়ে তাদের উৎপাদন ইউনিট স্থাপন করছে।”

আর বেশি দিন বাকি নেই উত্তর প্রদেশে বিধানসভা ভোটের। তাই এখন থেকেই নিজেদের মার্কশিট তৈরি করে রাখছে যোগী সরকার। কোন বিধায়ক কেমন কাজ করেছেন তার উপর ভিত্তি করে তৈরি হবে মার্কশিট। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে শুরু করে জনকল্যাণমূলক কাজের খতিয়ান তুলে ধরবে উত্তর প্রদেশ সরকার। আগামী ১৯ সেপ্টেম্বর সাড়ে চার বছর পূরণ হচ্ছে উত্তর প্রদেশের যোগী সরকারের। সূত্রের খবর, সম্ভবত সেই দিনেই প্রকাশ করা হবে সরকারের বিভিন্ন গঠনমূলক কাজের খতিয়ান।সম্প্রতি যোগী সরকারের এক প্রকল্পের বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের ছবি দেখা গিয়েছে। শুধু তাই নয়, উড়ালপুল সংলগ্ন কলকাতার এক পাঁচতারা হোটেলের ছবিও দেখা গিয়েছে বিজ্ঞাপনে। সেই নিয়ে রাজনীতিতে কম জলঘোলা হয়নি। সেই ড্যামেজ কন্ট্রোল করতেই কি এই সিদ্ধান্ত? প্রশ্ন রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: Dengue situation in UP: ডেঙ্গি পরিস্থিতি সামলাতে তৎপর যোগী