Gorakhpur Railway Station: নতুন ভাবে সেজে উঠবে গোরক্ষপুর রেল স্টেশন, ৭ জুলাই শিলান্যাস মোদীর
PM Narendra Modi: ৭ জুলাই উত্তর প্রদেশে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই গোরক্ষপুরের স্টেশনের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এটা ছাড়াও একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন মোদী।
গোরক্ষপুর: গোরক্ষপুর রেল স্টেশনকে অত্যাধুনিক মানের গড়ে তুলবে ভারতীয় রেল। নতুন করে সাজিয়ে তোলা হবে উত্তর প্রদেশের এই স্টেশনকে। নতুন করে গড়ে তোলার পর আন্তর্জাতিক মানের যাত্রী পরিষেবা থাকবে এই স্টেশনে। ৭ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পুনর্নির্মাণ কাজের শিল্যান্যাস করবেন। এর জন্য খরচ হবে প্রায় ৪৯৮ কোটি টাকা। অত্যাধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি গোরক্ষপুরের ঐতিহ্য তুলে ধরা হবে। এমনকি বিমানবন্দরের মতো সুযোগ সুবিধার সমস্ত ব্যবস্থা থাকবে এই স্টেশনে।
৭ জুলাই উত্তর প্রদেশে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই গোরক্ষপুরের স্টেশনের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এটা ছাড়াও একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন মোদী। গোরক্ষপুর থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনাও করবেন মোদী। গোরক্ষপুরের অনুষ্ঠান সেরে মোদী যাবেন বারাণসী। সেখানেও বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিলান্যাস করবেন তিনি।
আগামী ৭ এবং ৮ জুলাই চারটি রাজ্যে সফর করবেন প্রধানমন্ত্রী। উত্তর প্রদেশের আগে তিনি যাবেন ছত্তীসগঢ়। ৭ জুলাই সকালে রায়পুরে যাবেন মোদী। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। একাধিক প্রকল্পের কাজের শিলান্যাস করবেন। সেখান থেকে দুপুরে গোরক্ষপুরে আসবেন প্রধানমন্ত্রী। ৮ জুলাই সকালে মোদী যাবেন তেলঙ্গানায়। সেখানকার অনুষ্ঠান ছেড়ে বিকালে যাবেন রাজস্থানে।