AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

President Droupadi Murmu: পাকিস্তানের মিথ্যা ফাঁস! স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিংকে বন্দি বানানোর দাবি করেছিল, তাঁর সঙ্গেই রাফালে চড়লেন রাষ্ট্রপতি

President Murmu takes Ride in Rafale Jet: বুধবার বায়ুসেনার হরিয়ানার অম্বালা এয়ারফোর্স বেসে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে গিয়ে তিনি ৩০ মিনিট নতুন রাফাল যুদ্ধ বিমানেও চড়েন। বায়ুসেনার পোশাকে দেখা যায় রাষ্ট্রপতিকে। ফিরে এসে রাফালে ওঠার সিঁড়িতে দাঁড়িয়েই তিনি স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিংয়ের সঙ্গে ছবি তোলেন।

President Droupadi Murmu: পাকিস্তানের মিথ্যা ফাঁস! স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিংকে বন্দি বানানোর দাবি করেছিল, তাঁর সঙ্গেই রাফালে চড়লেন রাষ্ট্রপতি
স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিংয়ের সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।Image Credit: PTI
| Updated on: Oct 29, 2025 | 4:47 PM
Share

নয়া দিল্লি: পাকিস্তান দাবি করেছিল যে অপারেশন সিঁদুরের সময় স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং-কে বন্দি করেছিল। বায়ুসেনার সেই পাইলটের সঙ্গে দাঁড়িয়েই ছবি পোস্ট করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বুধবার বায়ুসেনার হরিয়ানার অম্বালা এয়ারফোর্স বেসে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে গিয়ে তিনি ৩০ মিনিট নতুন রাফাল যুদ্ধ বিমানেও চড়েন। বায়ুসেনার পোশাকে দেখা যায় রাষ্ট্রপতিকে। ফিরে এসে রাফালে ওঠার সিঁড়িতে দাঁড়িয়েই তিনি স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিংয়ের সঙ্গে ছবি তোলেন। সরাসরি ঝামা ঘষে দেন পাকিস্তানের মুখে। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান রাফাল ধ্বংস ও ভারতীয় বায়ুসেনার পাইলটকে যুদ্ধবন্দি বানানোর যে দাবি করেছিল, তাও গোটা বিশ্বের কাছে মিথ্যা প্রমাণ করে দেন।

প্রসঙ্গত, শিবাঙ্গী সিং দেশের প্রথম ও একমাত্র মহিলা রাফাল পাইলট। উত্তর প্রদেশের বারাণসীতে বেড়ে ওঠা তাঁর। ২০১৭ সালে তিনি ভারতীয় বায়ুসেনায় যোগ দেন পাইলট হিসাবে। তিনি বায়ুসেনার মহিলা ফাইটার পাইলটদের দ্বিতীয় ব্য়াচের সদস্য। ২০২০ সালে রাফালের পাইলট হিসাবে তাঁকে শর্টলিস্ট করা হয়।

অপারেশন সিঁদুরের অংশও ছিলেন তিনি। সেই সময় পাকিস্তান দাবি করেছিল, রাফাল সহ একাধিক যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। বায়ুসেনার পাইলট শিবাঙ্গী সিংকেও শিয়ালকোটের কাছে বন্দি বানানো হয় বলে দাবি করে। তবে সেই সব দাবিই মিথ্যা বলে প্রমাণিত হয়েছে বারবার।